বদনজরী ঃ পর্ব - ১৪
লিখেছেন লিখেছেন মোহাম্মদ শাব্বির হোসাইন ২২ মার্চ, ২০১৪, ১১:১৭:২৫ সকাল
যখন কোন নারী স্বল্প পোশাকে কিংবা এমন পোশাক পরিধান করে রাস-ায় বের হলো যাতে তার শরীরের স্পর্শকাতর অংশগুলি দৃশ্যমান - এ অবস'ায় সে তার
গন-ব্যে চলে গেল। পথিমধ্যে সে কোন টিজিং এরও শিকার হলো না। কিন' স্পর্শকাতর অংশগুলি দৃশ্যমান হবার কারণে একাধিক পুরুষের কু-দৃষ্টি তার উপরে পড়ল। এমতাবস'ায় ঐ পুরুষদের লোভাতুর দৃষ্টি এবং তার সাথে সাথে তাদের কু-চিন-া ট্রান্সমিট হয়ে যাবে এবং ঐ নারী তার অজানে-ই তা রিসিভও করে ফেলবে স্বয়ংক্রীয়ভাবেই। এরপর ঐ নারীর দেহের ভেতরে কেমিষ্ট্রির নানা ক্রিয়া-বিক্রিয়া ঘটবে একদম সেল (কোষ) লেভেলে। পরিণতিতে দেখা দিবে নানা রকম সব সমস্যা। যেটাকে আমরা স্ত্রী-রোগ জনীত সমস্যা বা গাইনী প্রবলেম বলে থাকি। এরমধ্যে হতে পারে পিরিয়ডজনীত সমস্যা, স্রাবজনীত সমস্যা, ব্রেষ্টে লাম্প বা টিউমার, ওভারীতে সিষ্ট, ইউটেরাসে সিষ্ট, হরমোনজনীত সমস্যা বা অন্য কোন সমস্যা। অর্থাৎ, রি-প্রোডাক্টিভ অর্গানগুলোতেই এসব সমস্যা দেখা দিবে। ডাক্তারের কাছে যাবেন, ওষুদ খাবেন - কখনো ভাল হবেন, আবার সমস্যায় পড়বেন। বুঝবেন না কেন হচ্ছে এসব সমস্যা। একজনের পর আরেকজন গাইনী বিশেষজ্ঞের কাছে যাবেন কিন' স'ায়ী সমাধান সহজে হবে না। আমি একাধিক গাইনী বিশেষজ্ঞের সাথে এ ব্যাপারে কথা বলে নিশ্চিত হয়েছি যে, ৩০/৪০ বছর আগে যত গাইনী রোগী ছিল এখন তার চেয়েও অনেক বেড়েছে। এ বৃদ্ধির হার তুলনামূলক জনসংখ্যা বৃদ্ধির হার থেকেও বেশি। আর এ ধরণের রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে।
এখন আপনি যদি হয়ে থাকেন অবিবাহিত কোন নারী তাহলে আপনার জন্য রয়েছে আরো যন্ত্রণাদায়ক কষ্ট। বিয়ের পর সন-ান ধারণ, তাকে জন্ম দেয়া কিংবা সুস'-সবল সন-ান জন্ম দেয়া প্রতিটি ক্ষেত্রেই আপনার বিপদে পড়ার ঝুঁকি বেড়ে যাবে। ইদানিং বিকলাঙ্গ শিশু (অটিষ্টিক বেবি) জন্মহারও বেড়ে গেছে অস্বাভাবিকভাবে। একটা শিশু বিকলাঙ্গ হিসেবে জন্ম নেয়ার অনেকগুলি কারণের মধ্যে এটিও একটি উল্লেখযোগ্য কারণ। কাজেই আপনি কী করবেন সে সিদ্ধান- আপনাকেই নিতে হবে।
(চলবে)
বিষয়: বিবিধ
৯৭৯ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন