বদনজরী ঃ পর্ব - ৭
লিখেছেন লিখেছেন মোহাম্মদ শাব্বির হোসাইন ১৯ মার্চ, ২০১৪, ১০:৫৮:৫৮ সকাল
ইসলাম ধর্মে মানুষের কল্যাণের জন্য বিভিন্ন রকম বিধি-নিষেধ আরোপ করা হয়েছে। এর অন-র্নিহিত কারণ অবশ্যই আমাদের মঙ্গল। তাই স্রষ্টা আমাদেরকে শুধু পর্দা করার নির্দেশ দিয়েই শেষ করেননি বরং মানুষের মধ্যে তিনি যে লজ্জাশীলতা দিয়েছেন তাকে লালন করার জন্যও নির্দেশ দিয়েছেন। কেননা, মানুষের মধ্যে থেকে যদি লজ্জা হারিয়ে যায় তাহলে মানুষের কাছে শ্লীল আর অশ্লীলের মধ্যে কোন ব্যবধান থাকে না; মানুষ হয়ে ওঠে পশুতূল্য। সুরা আন নূরের মধ্যে আল্লাহ তা‘আলা এ ব্যাপারে কঠোর হুঁসিয়ারী উচ্চারণ করেছেন, যারা পছন্দ করে যে, মুসলমানদের মধ্যে নিলর্জ্জতার প্রসার হোক, তাদের জন্যে পৃথিবীতেও যন্ত্রণাদায়ক শাসি- এবং আখেরাতেও। আল্লাহই জানেন, তোমরা জানো না। (সুরা আন নূর - ২৪ ঃ ১৯)
পর্দার করার ক্ষেত্রে বয়স্ক স্ত্রীলোকদেরকে কিছুটা ছাড় দেয়া হয়েছে বিশেষ করে যাঁরা অনেক বয়স্ক এবং আর বিয়ে হবার সম্ভাবনা নেই। সেক্ষেত্রে তাঁদেরকে তাঁদের পোশাকের উপরের যে বর্ধিত কাপড় অর্থাৎ, ওড়না বা বোরকা খুলে রাখার অনুমতি দেয়া হয়েছে যদি তাঁদের অসহ্য গরম লাগে বা অসুবিধা হয়। তবে সেটা বাড়ির ভেতরেই হওয়া নিরাপদ। কেননা বাইরে গেলে ফেৎনা-ফ্যাসাদের সৃষ্টি হতে পারে। কাজেই সাবধান থাকা ভালো।
আল্লাহ তা‘আলা বলেন, যে সকল অতি বৃদ্ধা স্ত্রীলোক পুণরায় কোনো বিবাহের আশা পোষণ করে না, তারা যদি দোপাট্টা খুলে রাখে তাহলে তাতে কোন দোষ নেই। তবে শর্ত যে, বেশভূষা প্রদর্শন করা যেন তাদের উদ্দেশ্য না হয়। এ ব্যাপারে সাবধানতা অবলম্বন করা তাদের জন্য মঙ্গলময়। আর আল্লাহ সবকিছুই জানেন ও শুনেন। (সুরা আন নূর - ২৪ ঃ ৬০)
আবার আরেক জায়গায় আল্লাহ তা‘আলা বলছেন, তোমরা তার (অন্যের) পত্নীদের নিকট কিছু চাইলে পর্দার আড়াল থেকে চাইবে। (সুরা আহ্যাব - ৩৩ ঃ ৫৩)
ইসলামে পর্দা বা গোপনীয়তার বিষয়টিকে এত বেশি গুরুত্ব দেয়া হয়েছে যে, পরিষ্কারভাবে বলা হয়েছে কারো ঘরে উঁকি দেয়া তো দূরের কথা, অনুমতি না নিয়ে কারো ঘরে প্রবেশ পর্যন- করা যাবে না। পবিত্র কুরআনে সুরা নূর এ আল্লাহ তা‘আলা বলেছেন, হে ঈমানদার ব্যক্তিরা, তোমরা নিজেদের ঘর ছাড়া অন্য কারো ঘরে সে ঘরের লোকদের অনুমতি না নিয়ে ও তার বাসিন্দাদের প্রতি সালাম না করে কখনো প্রবেশ করো না; (নৈতিকতা ও শালীনতার দিক থেকে) এটা তোমাদের জন্য উত্তম পন'া (আল্লাহ তোমাদের এসব বলে দিয়েছেন), যাতে করে তোমরা (কথাগুলো) মনে রাখতে পারো। ঘরের দরজায় গিয়ে) যদি তোমরা কাউকে সেখানে না পাও, তাহলে সেখানে প্রবেশ করো না, যতোক্ষণ না তোমাদের (ঘরে ঢোকার) অনুমতি দেয়া হবে, যদি (কোন অসুবিধার কথা জানিয়ে) তোমাদের বলা হয় তোমরা ফিরে যাও, তাহলে তোমরা অবশ্যই (বিনা দ্বিধায়) ফিরে যাবে, এটা তোমাদের জন্যে উত্তম; তোমরা (যখন) যা কিছু করো, আল্লাহ তা‘আলা সে সম্পর্কে সবিশেষ অবহিত থাকেন। (সুরা নূর - ২৪ ঃ ২৭-২৮)
(চলবে)
বিষয়: বিবিধ
১০৩৬ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন