মসজিদে শিরক!

লিখেছেন লিখেছেন ব১কলম ০৩ জুলাই, ২০১৪, ০৬:৫৬:৩৫ সন্ধ্যা



মসজিদের মেহরাবে এভাবে একপাশে 'আল্লাহ' ও অন্যপাশে 'মুহাম্মদ" ক্যালিগ্রাফি লেখা কি শিরক নয়?

সকলকে শেয়ার করার অনুরোধ করছি ।

বিষয়: বিবিধ

১২৪৬ বার পঠিত, ১১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

241372
০৩ জুলাই ২০১৪ সন্ধ্যা ০৭:০২
বেদনা মধুর লিখেছেন : শুধু প্রশ্ন করেছেন। কিন্তু উত্তর দেন নি কেন? আবার শেয়ার করতেও বলেছেন। এইসব আগাছাগুলো প্রথমপাতায় কিভাবে স্থান পায়? মডুদের কাছে প্রশ্ন।
০৩ জুলাই ২০১৪ সন্ধ্যা ০৭:৫২
187414
ব১কলম লিখেছেন : আপনি এত অসহনশীল? ভাবতে অবাক লাগে ।
০৩ জুলাই ২০১৪ রাত ১০:৪৯
187450
বেদনা মধুর লিখেছেন : ও আচ্ছা। সরি। আসলে এভাবে বলতে চাইনি। একটু মজা করার ইচ্ছাও ছিল। তাই এভাবে বলে ফেলেছি। সরি।
241377
০৩ জুলাই ২০১৪ সন্ধ্যা ০৭:৫৩
অজানা পথিক লিখেছেন : কিভাবে শিরিক হলো!
০৩ জুলাই ২০১৪ রাত ০৮:১৫
187418
ব১কলম লিখেছেন : আল্লাহ বলেন
وَلَمْ يَكُن لَّهُ كُفُوًا أَحَدٌ ﴿﴾
এবং তার সমকক্ষ কেউ নেই।
একপাশে 'আল্লাহ' ও অন্যপাশে 'মুহাম্মদ" লিখলে উভয়কে সমান ও সমকক্ষ করা মনে করা হলনা কি?
241401
০৩ জুলাই ২০১৪ রাত ০৯:০৬
পটাশিয়াম নাইট্রেট লিখেছেন : প্রশ্নকর্তা জানতে চেয়েছেন এটা শীরক কিনা? এতে চটে যাবার কি আছে? তবে আমার মতে সন্দেহ জনক হলে তা বর্জন করাই শ্রেয়।
241449
০৩ জুলাই ২০১৪ রাত ১১:৩৯
মনসুর আহামেদ লিখেছেন : আপনি, নিজে তো মানুষের আইন মানেন। এটা তো বড় শিরক।
০৪ জুলাই ২০১৪ দুপুর ১২:০৩
187546
ব১কলম লিখেছেন : এমন একটা দেশ বা জায়গার নাম বলেন যেখানে মানুষের আইন নয় বরং আল্লাহর আইন চলে, আমি সেখানে হিজরত করতে রাজী ।
241508
০৪ জুলাই ২০১৪ সকাল ০৫:৪৩
বড়মামা লিখেছেন : আল্লাহ এবং মুহাম্মাদ এই দুটি নাম সমপুর্ন আলাদা নামের সাথে পরিচয় থাকলে কোন শের্ক হবে না যেমন আল্লাহ জাল্লেজালালাহু,মুহাম্মাদ রাসুলআল্লাহ।এখানে শের্ক নাই ।সৌদি আলেমেরা এটাই বুজাইয়া দেয় ।মনে করেন লেখা আছে সেলিম ,মহিন এখানে দুই জনের মর্যাদা সমান ।আরেক যায়গাতে লেখা সেলিমের গোলাম মহিন এখানে ।সেলিমের মর্যাদা বেশী সুতরাং মর্যাদা সমান না হলে শের্ক হবে না।
০৪ জুলাই ২০১৪ দুপুর ১২:১০
187547
ব১কলম লিখেছেন : মনে করুন আপনার নাম 'সেলিম', বশির নামে আপনার এক গৃহ ভৃত্য আছে । আপনার বাড়ির প্রবেশদ্বারের এক পাশে যদি সুন্দর ভাবে আপনার নাম এবং অনুরূপভাবে আপনার ভৃত্যের নাম অংকিত করা হয় সেটা আপনি কিভাবে নিবেন?
একপাশে 'আল্লাহ' ও অন্যপাশে 'মুহাম্মদ" লিখলে উভয়কে সমান মর্যাদার মনে করা হল বিধায়, এটা শিরক হবেনা কেন?
০৫ জুলাই ২০১৪ রাত ০২:০৩
187678
বড়মামা লিখেছেন : আমি বলেছি পরিচয় না দিলে। সমান মর্যাদা হলেইতো শের্ক হলো লেখার মাজে।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File