মনে হয় চোখের পানির বাধ ভেংগে যাচ্ছে। নাহ, আমি কাঁদবো না, কিছুতেই, না..... (দয়া করে সবাই পুরো লেখাটা পড়বেন।)

লিখেছেন লিখেছেন বাংলার দামাল সন্তান ০৩ জুলাই, ২০১৪, ০৬:৫১:৪০ সন্ধ্যা



স্বদ্য জন্ম নেওয়া তিন মাসের মাইশাকে বাসায় ঘুম পাড়িয়ে রেখে আফসানা দুই তলা থেকে চার তলায় এসেছিল শুদ্ধভাবে কোরআন শিখতে। সামনে রমজানে যেন কাজে লাগাতে পারে।

অনেকদিন ধরে ভাবে কোথাও যেয়ে শিখবে, বিভিন্ন কারনে হয়ে ওঠেনি। এবার যখন সুইটি আপা খবরটা দিল এই সুযোগ আর ছাড়তে ইচ্ছা হলনা। একই ফ্লাটে এই সুযোগ পাওয়া গেলে কে ছাড়তে চায়...!! সিজারিয়ান প্যাশেন্ট হওয়ায় চার তলায় উঠতে একটু কষ্ট হল। নির্দিষ্ট রুমে যেয়ে আফসানা সকল কষ্ট ভুলে গেল।

জান্নাতুল করীম সুইটি আপা সহ ২৫/২৬ জন মেয়েকে দেখতে একটা ফুলের বাগানের মত লাগছে! ছাত্রী সংস্থার এই বাগানের

একজন জনশক্তি হতে পেরে অনেক ভাল লাগে তার... শুরু হয়েছে কোরআন শিক্ষার তালিম। নাজমা আপা শুরু করলেন, তিনি কোরআনের হাফেজ। কি মধুর কন্ঠ তার...!

তার তেলাওয়াত শুনতে শুনতে মন টা সিক্ত হয়ে উঠছে। সাথে ভাবতে থাকে একটু নীচ থেকে ঘুরে আসার কথা। তিন মাসের মেয়েটা একটু পর পর ঘুম থেকে উঠেই কান্না শুরু করে খাবার জন্যে। এই উঠছি, এই উঠছি করেও উঠা হয়না, শুনতে থাকে কোরআন পাঠ। এরই ভিতর দরজায় ধাক্কা ধাক্কির শব্দ শুনা যায়। এই বাসার খালাম্মা দরজাটা খোলার সাথে সাথে হুড়মুড়

করে রুমের ভিতর ঢুকে পড়ে পুলিশের পোশাক পড়া একদল জানোয়ার। পশুর মত দাত বের করে খিস্তি মারতে থাকে নিস্পাপ মেয়ে গুলির সাথে। তাদের অনুমতি ছাড়া কোরআন

পাঠের আয়োজন করার মত সাহস আমরা কোথায় পেলাম এটাই তারা জানতে চায়। সুইটি আপা দড়াজ গলায় উত্তর করল- যে কাজের অনুমতি আল্লাহ দিয়েছেন সেটার অনুমতি আপনাদের কাছ থেকে নেওয়ার প্রয়োজন মনে করিনা।" আমাদের সবাইকে এক প্রকার বেধে নিচে নামিয়ে আনতে থাকে। প্রথম পুলিশ দেখে অবাক ও আতংকিত হলেও সুইটি আপার উত্তর শুনে সকল ভয় চলে যায়। পুলিশের গাড়িতে উঠার আগ মুহুর্তে মাইশাকে দেখতে পেলাম তার বাবার কোলে। গলা ফাটিয়ে চিতকার করছে, যেন তীব্র প্রতিবাদ জানাচ্ছে সে। মাইশার বাবা ধীরে ধীরে গাড়ির কাছে এসে আফসানার হাতে হাত রাখে। বলে- আমি খুব খুশি হয়েছি তোমার চোখে পানি না দেখে, তোমার চোখের পানি দেখলে এই জানোয়ার গুলা বন্য আনন্দ লাভ করতো। তুমি চিন্তা করনা। আল্লাহ এর প্রতিদান দিবেন..... গাড়ি আগাতে শুরু করে, বাচ্চাটা বড় বড় চোখে ঘাড় ফিরে মা কে দেখতে থাকে একদম বাবার মত মায়া ভরা চোখ পেয়েছে!! দুই চোখ জ্বালা করে ওঠে আফসানার, মনে হয় চোখের পানির বাধ ভেংগে যাচ্ছে। নাহ, আমি কাঁদবো না, কিছুতেই না.....

বিষয়: বিবিধ

১৫৫৮ বার পঠিত, ২৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

241375
০৩ জুলাই ২০১৪ সন্ধ্যা ০৭:৩৭
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : বাংলাদেশে মুসলমানরা আজ মজলুম। আমাদের একমাত্র ভরসা আল্লাহ রাব্বুল আলামিন।
ধন্যবাদ আপনাকে লিখাটি শেয়ার করার জন্য।
০৩ জুলাই ২০১৪ সন্ধ্যা ০৭:৫০
187413
বাংলার দামাল সন্তান লিখেছেন : আপনাকেও ধন্যবাদ, পড়ে মন্তব্য করার জন্য।
241386
০৩ জুলাই ২০১৪ রাত ০৮:৩৪
ছিঁচকে চোর লিখেছেন : পড়ে চোখের পানি আটকাটে পারলাম না। এই স্বাধীন দেশে এও দেখতে হবে। Sad
০৩ জুলাই ২০১৪ রাত ০৮:৪০
187439
বাংলার দামাল সন্তান লিখেছেন : কি দেখার কথা কি দেখছি, কি শুনার কথা কি শুনছি, এখনো আমারা আওয়ামীলীগ এর অপশাসন দেখছি?
241395
০৩ জুলাই ২০১৪ রাত ০৮:৫৩
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : এই জুলুমের বিচার অচিরেই হবে ইনশা-আল্লাহ এই জমিনেই হবে! আমি হয়তো দেখবোনা দেখবে আমার উত্তসূরিরা! তাদের যেন কোন জুলুম সইতে না হয়! আমিন!
০৫ জুলাই ২০১৪ সকাল ১০:৫৬
187753
বাংলার দামাল সন্তান লিখেছেন : মহান আল্লাহ আপনার আর্জি যেন কবুল করেন, আমিন!
241405
০৩ জুলাই ২০১৪ রাত ০৯:০৯
পটাশিয়াম নাইট্রেট লিখেছেন : শক্‌ড। এই আমার বাংলাদেশে এটা হবে ভাবতে পরিনি!
০৫ জুলাই ২০১৪ সকাল ১০:৫৭
187754
বাংলার দামাল সন্তান লিখেছেন : ভাবনার দরকার নাই, বাস্তবতা কে দেখে যান, চোখ বন্ধ করে।
241429
০৩ জুলাই ২০১৪ রাত ১০:৪৮
মনসুর আহামেদ লিখেছেন : চমৎকার লেখা,চোখ দিয়ে পানি এসে গেল।
এর আগেও এই ঘটনাা ঘটেছে। যেমন(১) গ্রীন ভিলা আপাটমেন্ট (২) Dhaka University এর রোকেয়া হল।(৩)ইডেন কলেজ। (৪)প্রেস ক্লাব, উপরোক্ত জায়গা থেকে আপুদের পুলিশে দেওয়া হয়েছে। বর্তমানে বাংলাদেশের পরিবেশ খুবই খারাপ। তাই বিচার বিশ্লষন করে, যে কোন প্রোগ্রাম করা উচিৎ। জাহেলী সরকার চাইবে, ইসলামী
আন্দোলন ধংস করার জন্য। আমাদের সবাইকে বাস্তবতার আলোকে চলতে হবে।


০৫ জুলাই ২০১৪ সকাল ১০:৫৭
187755
বাংলার দামাল সন্তান লিখেছেন : আপনার সাথে সহমত।
241432
০৩ জুলাই ২০১৪ রাত ১০:৫৫
আব্দুল মান্নান মুন্সী লিখেছেন : পুলিশের পোশাক পড়া একদল জানোয়ার। পিলাচ
০৫ জুলাই ২০১৪ সকাল ১০:৫৮
187756
বাংলার দামাল সন্তান লিখেছেন : তারা জানোয়ারকে ও হার মানায়।
241436
০৩ জুলাই ২০১৪ রাত ১১:০৫
আফরা লিখেছেন : এই সব খবর গুলো পড়লে মনে হয় আলহামদুল্লিলাহ !বিধর্মী দেশেও আল্লাহ আমাদের অনেক ভাল রেখেছেন ।
০৫ জুলাই ২০১৪ সকাল ১০:৫৮
187757
বাংলার দামাল সন্তান লিখেছেন : ঠিকই বলেছেন, আপু।
241501
০৪ জুলাই ২০১৪ সকাল ০৫:০৯
কথার_খই লিখেছেন : আর কত সয্য করব আর কত
০৫ জুলাই ২০১৪ সকাল ১০:৫৯
187758
বাংলার দামাল সন্তান লিখেছেন : যতদিন এইসব অত্যাচার হবে, ততদিন সহ্য করতে হবে।
241529
০৪ জুলাই ২০১৪ সকাল ০৬:২৭
সন্ধাতারা লিখেছেন : It is a Muslim priminster's gift who is a women!! She should be ready for returned gifts. It is really heartbreaking...
০৫ জুলাই ২০১৪ সকাল ১০:৫৯
187759
বাংলার দামাল সন্তান লিখেছেন : সবাই এসব আপুদের জন্য দোয়া করুন।
১০
241551
০৪ জুলাই ২০১৪ সকাল ০৭:৫৩
আল সাঈদ লিখেছেন : একটা নতুন দিগন্তের আশায় বুক বেধেঁ আছে পুরা জাতি। আমাদের কেও নতুন করে ভাবতে হবে এই ধরনের অভিশপ্ত সময়ের মধ্যে না পড়তে হয়।
০৫ জুলাই ২০১৪ সকাল ১১:০০
187760
বাংলার দামাল সন্তান লিখেছেন : সেই নতুন দিগন্ত কবে দেখা দিবে জানিনা, তবে অপেক্ষায় আছি।
১১
241658
০৪ জুলাই ২০১৪ বিকাল ০৫:৩৬
মোহাম্মদ লোকমান লিখেছেন : অশ্রু সংবারণ করতে পরলাম না।
০৫ জুলাই ২০১৪ সকাল ১১:০০
187761
বাংলার দামাল সন্তান লিখেছেন : ধন্যবাদ।
১২
242349
০৬ জুলাই ২০১৪ রাত ০৮:১৮
আব্দুল গফুর লিখেছেন : ভালো লাগলো
০৭ জুলাই ২০১৪ দুপুর ১২:৪৪
188340
বাংলার দামাল সন্তান লিখেছেন : ধন্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File