মধ্যপ্রাচ্যে কেমন আছি আমরা ( পর্ব -১৪) মধ্যপ্রাচ্যের সেবামূলক নাম্বার
লিখেছেন লিখেছেন প্রবাসী আব্দুল্লাহ শাহীন ০৩ জুলাই, ২০১৪, ০৭:২৯:১০ সন্ধ্যা
প্রবাসে সামান্য আনন্দের কিছু হলেই খাবারের পার্টি দেওয়ার একটা রীতি আছে তা শুধু প্রবাসীরাই ভালো জানেন। আমাদের অফিসে বিভিন্ন পোস্টে প্রায় ১০ জনের মত বাংলাদেশী আছেন বাকি প্রায় হাজার খানেক আরবি ,ইন্ডিয়ান ,পাকিস্তানি ,ফিলিপাইনী সহ বিভিন্ন দেশের রয়েছেন। বাংলাদেশী সবার মধ্যে রয়েছে একটা আলদা সম্পর্ক তার মধ্যে কারো কারো রয়েছে অতিরিক্ত মিলমিশ।
মাজে মধ্যে আড্ডায় বসলেই খাবারের পার্টি বের করার একটা পাঁয়তারা কাজ করে সবার মনে। এক দিন এরকম একটা সুযোগ ও চলে আসলো খাবারের পার্টি হওয়ার, যার উপর পার্টির খরচ বহনের ভার পড়েছে তিনি হোটেলের নাম্বার চাইলেন পাশে বসা আরেকজন "৯৯৯" নাম্বার দিয়ে বললেন এই নাম্বারে সেল ফোন থেকে কথা বলে হোটেলের নাম্বার আনতে পারেন। মজার বিষয়" ৯৯৯" হচ্ছে আমিরাতের প্রশাসনের সেবা নাম্বার এই নাম্বারে ফোন করলেই পুলিশ সাহায্যের জন্য ৫ মিনিটের ভেতর চলে আসবে আবার হোটেল, হাসপাতালসহ জরুরি নাম্বার চাইলে দেবে। যাকে এই নাম্বারটি দেওয়া হয়েছিল উনি নতুন এসেছিলেন তাই জানতেন না এই নাম্বার সম্পর্কে আর সেটা জেনেই উনাকে নাম্বারটা দেওয়া হয়েছে অতিরিক্ত একটু আনন্দ পাওয়ার জন্য। না জানার কারণে খাবার লক্ষ্যে "৯৯৯" এ ফোন করার জন্য। ফোন করে খাবারের অর্ডার দিতেই ওপর প্রান্ত থেকে জবাব আসলো আপনি কি চান ? উনি ফোন কেটে দিলেন পরে আমাদের মধ্যে থেকে একজন আবার ফোন করে হোটেলের নাম্বার এনেছেন।
একদিন রাতে মেইন রোডের পাশ দিয়ে আমরা দুজন হাটছিলাম যার সাথে ছিলাম তিনি হলেন সেই পার্টির খরচ বহন করার ব্যক্তিটি। রোডের পাশে দেখতে পেলাম একজন ব্যক্তি নিচে বসে পেটের ব্যথায় কাঁদতেছে এক হাত পেটে রাখার কারণে আমরা বুঝতে পেলাম পেটের ব্যাথা। এ দেশের আইন অনেক শক্ত থাকার কারণে আমরা লোকটিকে হাসপাতাল নিতে পারব না ইচ্ছে থাকা সত্ত্বেও, তবে তার চেয়ে ভালো দিক আছে সেটা হলো " ৯৯৯ "আমরা দুজন যখন ওই রোগী ব্যক্তিটির পাশে গিয়ে কথা বলতেছিলাম সাথে সাথে অন্য একজন "৯৯৯" এ ফোনে করে দিলেন আমাদের ও প্লান ছিল রোগীর সাথে শেষ করে ফোন করব। কারণ যদি লোকটির আমিরাতে থাকার মত প্রয়োজনীয় কাগজ পত্র ঠিক না থাকে তাহলে সাহায্য করতে গিয়ে তার ক্ষতি বেশি করা হবে।
মধ্যপ্রাচ্যের প্রতিটি দেশে রয়েছে এরকম সেবামূলক নাম্বার। বিভিন্ন সেক্টরে রয়েছে আলাদা আলাদা সেবামূলক নাম্বার। আমাদের দেশে ও আছে তবে সেটা কাগুজে কলমে কাজে নয়।
বিষয়: বিবিধ
১৩৫১ বার পঠিত, ৩৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
লিখতে থাকুন প্রিয়...
আপনাকে অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য
হাই ওয়েতে অনুসরণ করার এক পার্যায় আমি ঐ ড্রাইভারকে অতিক্রম করে চলে আসি কিন্তু ঐ ড্রাইভার তা জানে না। তাই সে হাইওয়ের এক পাশে গাড়ি রেখে হেজার্ডস লাইট দিয়ে আমার জন্য অপেক্ষা করছে।
আমি অনেকদুর এসে এক গ্যাসোলিন শ্টেষনে এসে তার জন্য অপেক্ষা করছি। কিন্তু হাইওয়ে টহল পলিশ এসে সেই ড্রা্ইরকে নিয়ে আমার কাছে হাজির আমি তা দেখে ভয় পেয়ে গেছি। কেন তাকে পুলিশে ধরল এই ভেবে। তখন ড্রাইভার আমাকে দেখিয়ে দিয়ে বলল এই সেই ব্যক্তি। পুলিশ আমার কাছে এসে বলল তোমার এই ড্রাইভারের গাড়িতে তেল নাই তাই একটি গ্যালনসহাকরে তাকে নিয়ে এসেছে তেল নেবার জন্য ।
দেখুন পুলিশের সেবা কেমন।
আমাদের দেশে হলে কি অবস্থা হতো জানিনা।
দেখা যাক অবসর পাইলে তাড়াতাড়ি পড়ে শেষ করবো।
মন্তব্য করতে লগইন করুন