দেহরক্ষী (দ্যা ফিলিম অব শোয়িং দেহ)
লিখেছেন লিখেছেন আজরাঈল আমি ১৮ এপ্রিল, ২০১৩, ১১:১১:৪৫ সকাল
ইংরেজী পরীক্ষা দিতে যাইতেছিলুম
হঠাত্ রাস্তায় একখান পুস্টার দেকে টাশ্কিত
হলুম। আমাদের ফিলিম ইসটার
ববি খ্যামা দিয়া খাড়াই আর তার
পাশে আমাদের ফিলিম ইন্ডাস্ট্রির সু যোগ্য চিক্কুর ইসপেসালিস্ট
কাজী মারুফ
পুরা জেমস বন্ড
ইসটাইলে দাড়াইয়া রইচ গটনা কিতা?
বরিশালে কি জেমস
বন্ড বঙ্গফল আইচে? যাইতে যাইতে এইরম
কয়েকটা পুস্টার
দেখলুম। যাহার কেন্দ্র বিন্দুতে ববি খেমা দিয়া ইসটান্ড আপ। পরীক্ষা শেষে বের হয়ে দেখলুম এক বিরাট
পোস্টার যার
মধ্যে ববি ব্লাউজ
(পেট আর নাভি বাইর
হইয়া রইছে তাই
ড্রেসটা ব্লাউজ
ছাড়া আর
কি অইতে পারে মালুম
অইতাচে না)
পইড়া খেমা দিচে।
না এইবার দেখতেই
অয়। গিয়া ফিলিমের
নাম দেখিয়া ববির
মুচড়া মুচড়ির
মাজেজা বুঝা গেলু।
ফিলিমের নাম
'দেহরক্ষী'। নামের
লগে পুষ্টার ২০০%
ম্যাচিং করচে।
আরে নাইকার
যদি দেহই
না থাকে তাইলে দেহরক্ষীর
দরকার কি। আর দেহ
যদি না দেখায়
তাইতে আক্রমনই
করবো কিডা আর
রক্ষীই বা করবো কি? জীবনে বহুত
ভেন্ডিয়ার ফিলিমরে গাইল্যাইচি।
আইজকা বঙ্গের
ফিলিমরে চাইয়াও
পারলুম না। ডিজিটাল দ্যাশ তো ইসকুল, কলেজ, মসজিদের সামনে এইরকম পুষ্টার লাগাইতেই পারে নু ফ্রবলেম।
বিষয়: বিবিধ
২৪৬৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন