মৃত্যু যন্ত্রনা

লিখেছেন লিখেছেন আজরাঈল আমি ৩০ জুলাই, ২০১৩, ১২:১৫:৪৯ রাত

মসজিদের সামনের রাস্তায় একটা কুকুরকে মৃত্যু যন্ত্রনায় ছটফট করতে দেখলাম। গত কাল সকাল থেকে এখন পর্যন্ত ঐ এক জায়গায় শুয়ে আছে। আজ সারাদিন বৃষ্টিতে ভিজেছে। পেছনের ডান পা টা শুধু নাড়াচ্ছে আর তার ঘষায় বাঁ পায়ের উপর ঘা হয়ে গেছে। কুকুরটাকে আমি গত সাতটি বছর হতে দেখছি। পাশে একটা ভাজা পুরির দোকান থেকে কেউ কিছু কিনলেই তাকে ফলো করতো। আর আজ সেই কর্মঠ কুকুরটা মৃত্যুর সামনে দাড়িয়ে আছে। এ থেকে শিক্ষা নেয়া যায় বাস্তবতা কত কঠিন। সৃষ্টিকর্তা একটা অবুঝ নিষ্পাপ কুকুরকে কত যন্ত্রনা দিয়ে এই পৃথিবী থেকে নিয়ে যাচ্ছেন তাহলে চিন্তা করুন আমাদের মত পাপী বান্দাদের মৃত্যু যন্ত্রনা কতোটা কঠোর হতে পারে।

বিষয়: বিবিধ

১২৫৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File