তথ্যবাবার পর এবারে গন্ধ বাবার চমক!

লিখেছেন লিখেছেন রক্তলাল ৩০ জুলাই, ২০১৩, ১২:২৫:৪৪ রাত



[মন্তব্য শেয়ার করুন আর গন্ধবাবার কাছে আপনার ভবিষ্যৎ জেনে নিন]

তিনি বলেছিলেন তিনি হিন্দু ও না মুসলিম ও না। সেজন্য আমি ওনাকে ডাকি 'নান্দুলিম'।

কিন্তু তার কাছে যে এতবড় কেরামতি লুকিয়ে ছিল সে কি আর কেউ জানত। গন্ধ পান তিনি ভবিষ্যতের। আর গন্ধ শুকেই বলে দিতে পারেন কি ঘটবে। বাব্বা... অদ্ভুত গুণ বটে!

সাধারণত কুকুরদের ঘ্রানশক্তি প্রখর। সেজন্য গোয়েন্দারা কুকুর ব্যবহার করে বিভিন্ন জিনিষ শুকে রহস্য বের করতে।

এবারে আমাদের নান্দুলিম শাহ ওরফে গন্ধবাবা জানিয়ে দিলেন তারও রয়েছে সেই বিশেষ গুণ।

তাও কি ভবিষ্যৎ শুকেন! আমরা যারা পরীক্ষার রেজাল্ট, চাকুরির সম্ভাবনা, বিদেশ যাত্রা নিয়ে উদ্বিগ্ন থাকি তারা সোজা গন্ধবাবার দরবারে যেতে পারি। চাপাতিলীগের সদস্য হলে হয়ত বিশেষ ডিসকাউন্ট! ঈদে হয়ত আরো কম!

গন্ধবাবার কাছে একটা প্রশ্ন - আমাদের দেশের মাটি শুকে একটু বলুনত - আমাদের দেশটা কি কখনো হবে স্বপ্নপূরী? আমরা তখন আনন্দে গাইতে পারব - "আমাদের দেশটা স্বপ্নপূরী... নাই যেখানে গাজাখোরি.... "

বিষয়: বিবিধ

১৪৫৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File