একজন স্বঘোষিত মুক্তিযোদ্ধা এবং ৩০% কোঠার রাজত্ব
লিখেছেন লিখেছেন আজরাঈল আমি ১০ জুলাই, ২০১৩, ০৮:২৪:৫৮ রাত
একজন স্বঘোষিত মুক্তিযোদ্ধা যদিও উনি নিজেই মাঝে মাঝে স্বিকার করেন যে উনি মুক্তিযুদ্ধ করেন নি। ২০০৯ সালে তিনি তার নামে সার্টিফিকেট করেন শুধু সরকারী দলের একজন কর্মী ও সমর্থক হওয়ার কারনে। এতে তার খরচ হয়েছিল মাত্র ৫০ হাজার টাকা। এইবার আসুন কিছু মজার পয়েন্টের দিকে লক্ষ্য করি।
- উনার জন্ম ১৯৬৬ সালে (তার ম্যাট্রিক পাশের সার্টিফিকেটে লেখা)
- উনার জন্ম পশ্চিম পাকিস্তানে এবং ১৯৮০ সালে তিনি তার পরিবারের সাথে প্রথম বাংলাদেশে আসেন (তার নিজের ভাষ্য মতে তার মা ছিলেন পশ্চিম পাকিস্তানী এবং তার বাবা ঐখানে ব্যবসা করতেন।)
- তার গাঁজাখোর ছেলে ঢাকা ভার্সিটিতে পড়ে। সে তার এলাকায় গেলে এখনো বাংলা মদ ও গাঁজা খেয়ে রাস্তায় পড়ে থাকে (তিনবারে এসএসসি পাশ করছে আর এইচএসসি কয়বারে তা একটা রহস্য।)
- তার মেয়ে ফরিদপুর মেডিকেলে পড়ে (এসএসসিতে ৩.১৩ পয়েন্ট এবং এইচ এস সি এর পয়েন্ট তাদের পেটে বোমা মেরেও বের করা যায় নি।)
- তিনি এখনো বুক চিতিয়ে রাস্তা দিয়ে হাটেন আর বলেন "বালের বাংলাদেশ স্বাধীন না হইলেই ভালো হইতো।"
নোটঃ তার মেয়ের বিয়ের কথা চলতেছে। আর তাছাড়া নাতিপুতিও কোটা সুবিধা পাবে আর গড়ে তুলবে আরেক মেধাশুন্য বাংলাদেশ।
বিষয়: বিবিধ
১৬৩০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন