একটি ছেলে জেলে
লিখেছেন লিখেছেন প্রবাসী আব্দুল্লাহ শাহীন ১৮ এপ্রিল, ২০১৩, ১১:১৫:৫২ সকাল
মাগো তুমি কেদনা ,
তোমার একটি ছেলে জেলে ।
আমরা লক্ষ লক্ষ ছেলে আছি তোমার পাশে ।
মাগো তুমি হাসো ,
তোমার হাসি দেখলে আমরা শান্তি পাব ।
আমরা আন্দোলনে সাহস পাব ।
মাগো তুমি চেয়ে দেখ ,
তোমার একটি ছেলের জন্য ,
আমরা তোমার লক্ষ ছেলে আছি রাজ পথে ।
মাগো তুমি কথা বল ,
তোমার ছেলে ইসলামের লড়াকো সৈনিক ।
আমরা তাকে মুক্ত করে আনা দায়িত্ব নৈতিক ।
বিষয়: বিবিধ
১২৯৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন