পুলিশ নয়, উড়ে গেছে গণতন্ত্রের কব্জি

লিখেছেন লিখেছেন মানিক ০১ এপ্রিল, ২০১৩, ০৫:৩০:৪৮ বিকাল

যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সহিংস রাজনীতির গ্রেনেডে গণতন্ত্রের কব্জি উড়ে যাচ্ছে, পুড়ে যাচ্ছে দেশের ভবিষ্যত। তিনি সোমবার সকালে সাভার নবীনগর কালিয়াকৈর মহাসড়কের চার লেন প্রকল্প কাজের অগ্রগতি পরিদর্শন করতে গিয়ে সাংবাদিকদের একথা বলেন। মন্ত্রীর কথার সূত্র ধরে বলতে হয়ঃ

কে বাংলাদেশের গণতন্ত্রের কব্জি উড়িয়ে দিচ্ছে?

কে পুড়িয়ে দিচ্ছে বাংলাদেশের ভবিষ্যত?

১। সংসদে ২/৩ সংখ্যাগরিষ্ঠতার জোরে এক খোচায় উড়িয়ে দিলেন সবার কাছে গ্রহণযোগ্য, পরীক্ষিত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা।

►আওয়ামী লীগের দলীয় প্রশাসন আর সরকারের অধীনে পাতানো নির্বাচনে অংশ নিয়ে বিএনপি নিশ্চই আওয়ামী লীগের পরবর্তী অবৈধ সরকারকে বৈধতা দান করে ঘরের কোনায় বসে সাদা পায়রাকে ছোলা-গম খাওয়াবে না।

সুতরাং শান্তি চাইলে ধান্দাবাজী বাদ দিয়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা মেনে নিয়ে আওয়ামীলীগকেই এগিয়ে আসতে হবে।

২। ১৯৫ জন যুদ্ধাপ্রাধীর সকলকে আদালতের বাইরে রেখে আওয়ামী লীগ শুরু করল মানবতা বিরোধী অপরাধের বিচার। টার্গেট মূলতঃ জামাতকে নেতৃত্ব শূন্য করা।

►স্কাইপী কেলেঙ্কারী, সুখরঞ্জন বালী অপহরণ, বিচার প্রক্রিয়া সবই সবার জানা। জুডিশিয়াল কিলিং, গণহত্যা, গণগ্রেফতার, গণমামলা দিয়ে একটি গণতান্ত্রীক দল, জামাতকে নিঃশ্চিহ্ন করে দেবার প্রচেষ্টা চালানো হবে। জাতীয় সংসদে প্রতিনিধিত্ব , গণভিত্তি, জনসমর্থন, সাংগঠনিক শক্তি-সামর্থ থাকার পরও তারা ঘরের কোনায় বসে বসে আঙ্গুল চুষবে আর শান্তির সাদা পায়রাকে গম খাইয়ে যাবে?

নিশ্চই নয়।

শান্তি চাইলে সংঘাতের পথ ছেড়ে আওয়ামী লীগকে গণতন্ত্রের পথে হাটতে শিখতে হবে। রাজনৈতিক শক্তিকে মোকাবেলা করতে হবে রাজনৈতিক ভাবে।

৩। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা দিয়ে ব্লগে , ইন্টার নেটে নাস্তিক চক্রকে পেলে পুষে ভয়ংকর দানব বানিয়ে তুলল আওয়ামী লীগ। ওই সব নাস্তিকদের আক্রোশ শুধু ইসলামের উপর। ৯০ ভাগ মুসলমানের দেশে ইসলামকে নিশ্চহ্ন করে রাম রাজত্ব প্রতিষ্ঠার ষড়যন্ত্র আটল আওয়ামী-বাম চক্র।

►ইমান আকিদা রক্ষায় শরীরে রক্ত থাকতে মুমিন মুসলমানেরা কী ঘরের কোনায় বসে শুধুই তসবিহ টিপে যাহে আর সাদা পায়রাকে মুট মুট গম খাইয়ে যাবে?

নিশ্চই নয়।

দেশে শান্তি চাইলে আওয়ামী লীগকেই লাইনে আসতে হবে।

►সীমাহীন দুর্নিতী, দলীয়করণ আর অপশাসনের কথা তো বাদই থেকে গেল।

শেষ কথা হলো আওয়ামী লীগ লাইনে আসবার জিনিস নয়। ওরা সহজে লাইনে আসবে না। সোনার দেশটাকে জ্বালিয়ে পুড়িয়ে খাক করে দেবে ওরা আর মুখে বলবে বড় বড় কথা।

বিষয়: রাজনীতি

৮৬০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File