এইচ এস সি'র ও এম আর ফরমে এস এস এস সি লেখা!!!
লিখেছেন লিখেছেন মু নূরনবী ০১ এপ্রিল, ২০১৩, ০৫:২৯:৩৪ বিকাল
কি লিখব!
আমি নিজেই হতবাক!
একটি কেন্দ্রে হলে না হয় বুঝলাম এটা মিসটেক।
একটি বোর্ডের সব গুলো কেন্দ্রে একই অবস্থা।
আজ ছিল এইচএসসি পরীক্ষার প্রথম দিন। বাংলা প্রথম পত্রের পরীক্ষা। রচনামূলক ৫০, নৈর্ব্যত্তিক ৫০। নৈব্যত্তিক প্রশ্নের উত্তর দিতে গিয়ে শিক্ষার্থীরা হতবাক!
নৈর্ব্যত্তিক প্রশ্নের উত্তর লিখার শীট ওএমআর ফরমের উপরে লিখা এসএসসি!!!
অনেকে হল পরিদর্শককে এ নিয়ে প্রশ্ন করলে তারা কোন সদুত্তর দিতে পারেন নি। পরিদর্শকদের কেউ কেটে এসএসসি'র স্থলে এইচ এসসি এবং দাখিল এর স্থলে আলিম লিখতে নির্দেশণা দেন। আবার কেউ কেউ যেভাবে আছে সেভাবে উত্তর লিখতে বলেন।
আবার, নির্দেশনার স্থলে লেখা রয়েছে, কোন অযাচিত লেখা/ঘষামাঝা করা যাবে না।
তাহলে কোনটা সঠিক?
একসাথে আলিম ও এইচ এস সি দুটো পরীক্ষায় ভুল হয় কিভাবে?
সাধারণত এ রকম কোন ফরম চাপানোর আগে কয়েক দপা প্রুফ দেখা হয়। তাও না হয় বাদ দিলাম। কেন্দ্রে পাঠানোর আগে কেউ কি দেখে নাই?
তাহলে কি ধরে নেব পরিকল্পিত??? তাহরে কেন? এতে কার লাভ???
আওয়ামীলীগ নেত্রী ক্ষমতায় এসে চমকের মন্ত্রী সভা গঠন করতে গিয়ে এমন সব রাম ছাগলদের বসিয়েছেন, তা বলাই বাহুল্য!
তার মধ্যে অন্যতম এক সময়ের বাম ছাত্র নেতা নুরুল ইসলাম নাহিদ। চলনে বলনে সাধা সিদে হলেও আস্ত একটা কালপ্রিট। যারা মাধ্যমিক এবং প্রাথমিক স্তরের বই পড়ান বা এ নিয়ে ঘাঁটাঘাঁটি করেন তারা বই গুলোতে অসংখ্য ভুল এবং তথ্য বিভ্রাট পাবেন।
আজ সকালে তিনি সাংবাদিকদের বলেছেন, রাজনৈতিক দলগুলো যাতে এমন কর্মসূচী না দেয় যাতে শিক্ষার্থীদের জীবন ক্ষতিগ্রস্থ হয়। বলি হাদারাম, আমি যখন ২০০৩ সালে ইন্টার পরীক্ষার্থী ছিলাম আম্লীক আমার রসায়ন পরীক্ষার দিন হরতাল তিলে তা ১৫ দিন পিছিয়ে যায়।
আর সবচে অবাক করা বিষয় এই হাদারাম, ইতিহাসের সকল রেকর্ড ভঙ্গ করে ১ বিষয়ের পরীক্ষার জন্য ২ মাস জুড়ে রুটিন করেছে।
গত পরশুদিন আরেকখান কমেন্ট করে জাতিকে মৃদু বিনোদন উপহার দিয়েছেন, সে বলেছে প্রয়োজনে বিরোধীদল "রাতে হরতাল" দিতে পারে।
ছাগল কি আর গাছে ধরে, সেটা আম্লীকের মন্ত্রী সভায় পাওয়া যায়।
এত বড় ভুলের পর হাদারাম কি বলবে???
বিষয়: বিবিধ
২৬৮০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন