ছড়া:সর্বনাশ
লিখেছেন লিখেছেন অজানা পথিক ১০ এপ্রিল, ২০১৪, ০৫:১১:৫৮ বিকাল
সুখানন্দ নষ্ট করে
দুটি বছর কষ্ট করে
প্রস্তুতিতো নিতে হলো
পরীক্ষাটার ঠিক।
গুরুত্বটা বেশী- কারন,
উচ্চ মাধ্যমিক।
.
যথাক্ষনের আগে কেন
প্রশ্ন হলো ফাঁস?
ছাত্র-ছাত্রীর জন্যে এতো
মহা সর্বনাশ।
বিষয়: বিবিধ
১২৪৮ বার পঠিত, ২৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
অজানা পথিক @ ঘুরে আসুন আমার বাড়ি।
এই হা ভাতের দিনে, আপ্যায়ন কিসে করি।
চাপা বেথার কষ্ট আছে, নিয়েন পকেট ভরি...। কেলিফরনিয়া
তারপরেও চান্স আছে পাওয়া এ প্লাস
তবে ছড়া অনেক সুন্দর হয়েছে।
বিনা ভাড়ায় রেল চড়বেন
বিনা কষ্টে চাকরি।
সব কিছুই হয়ে যাবে যদি হতে পারেন আওয়ামি।
উত্তর এল ভেঁসে৷
জায়গা মত বসাও,
টাকা কড়ি কামাও৷
একজোড়া খরম উপহার পেয়েছি। পড়ে আসতে পারেন
বিদ্যার্জনটা একদম নকল।
মন্তব্য করতে লগইন করুন