ছড়া:সর্বনাশ

লিখেছেন লিখেছেন অজানা পথিক ১০ এপ্রিল, ২০১৪, ০৫:১১:৫৮ বিকাল



সুখানন্দ নষ্ট করে

দুটি বছর কষ্ট করে

প্রস্তুতিতো নিতে হলো

পরীক্ষাটার ঠিক।

গুরুত্বটা বেশী- কারন,

উচ্চ মাধ্যমিক।

.

যথাক্ষনের আগে কেন

প্রশ্ন হলো ফাঁস?

ছাত্র-ছাত্রীর জন্যে এতো

মহা সর্বনাশ।

বিষয়: বিবিধ

১২৪৮ বার পঠিত, ২৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

205747
১০ এপ্রিল ২০১৪ বিকাল ০৫:১৯
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : নাহিদ দেবে কি আপনার জবাব ?
১০ এপ্রিল ২০১৪ বিকাল ০৫:৩১
154636
অজানা পথিক লিখেছেন : Happy
205748
১০ এপ্রিল ২০১৪ বিকাল ০৫:২০
কেলিফোরনিয়া লিখেছেন : ভালো লাগল।

অজানা পথিক @ ঘুরে আসুন আমার বাড়ি।
এই হা ভাতের দিনে, আপ্যায়ন কিসে করি।
চাপা বেথার কষ্ট আছে, নিয়েন পকেট ভরি...। কেলিফরনিয়া
১০ এপ্রিল ২০১৪ বিকাল ০৫:৩৪
154637
অজানা পথিক লিখেছেন : ধন্যবাদ.... ঘুরবো ইনশাল্লাহ
205759
১০ এপ্রিল ২০১৪ বিকাল ০৫:৪৪
নিয়াজ লিখেছেন : কষ্ট সবই ঘাস, প্রশ্ন যখন ফাঁস
তারপরেও চান্স আছে পাওয়া এ প্লাস
১০ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৬:২২
154659
অজানা পথিক লিখেছেন : সুন্দর বলেছেন
205766
১০ এপ্রিল ২০১৪ বিকাল ০৫:৫০
সিটিজি৪বিডি লিখেছেন : এই সরকার ক্ষমতায় থাকলে প্রশ্নপত্র ফাঁস হয় কেন জাতি জানতে চায়..
১২ এপ্রিল ২০১৪ সকাল ১১:১০
155069
অজানা পথিক লিখেছেন : জাতি জানতে চায়..
205827
১০ এপ্রিল ২০১৪ রাত ০৮:১৬
লোকমান লিখেছেন : প্রশ্নপত্র ফাঁস হওয়া ভালো।
১২ এপ্রিল ২০১৪ সকাল ১১:১১
155070
অজানা পথিক লিখেছেন : কি কি কারনে প্রশ্নপত্র ফাঁস হওয়া ভালো?
205857
১০ এপ্রিল ২০১৪ রাত ০৯:৫২
জবলুল হক লিখেছেন : এটা নতুন কিছু না। মনে পড়ে,ডিগ্রীর ইংরেজী পরীক্ষা তিন বার দিয়েছিলাম। পরীক্ষা দেই, আবার বাতিল হয়ে যায়,কারণ পরীক্ষার আগেই পশ্ন পত্র ফাঁস হয়ে যায়।
তবে ছড়া অনেক সুন্দর হয়েছে।
১২ এপ্রিল ২০১৪ সকাল ১১:১২
155071
অজানা পথিক লিখেছেন : Tongue
205873
১০ এপ্রিল ২০১৪ রাত ১০:১৭
১২ এপ্রিল ২০১৪ সকাল ১১:১২
155072
অজানা পথিক লিখেছেন : Happy
205923
১১ এপ্রিল ২০১৪ রাত ১২:৪৩
ভিশু লিখেছেন : মাথায় যেখানে পচন ধরেছে...সে জাতির এছাড়া আর কি হবে?!
১২ এপ্রিল ২০১৪ সকাল ১১:১৩
155073
অজানা পথিক লিখেছেন : Happy
205947
১১ এপ্রিল ২০১৪ রাত ০১:০৪
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : সর্বনাশের কি?
বিনা ভাড়ায় রেল চড়বেন
বিনা কষ্টে চাকরি।
সব কিছুই হয়ে যাবে যদি হতে পারেন আওয়ামি।
১২ এপ্রিল ২০১৪ সকাল ১১:১৪
155074
অজানা পথিক লিখেছেন : যথার্থ বলেছেন
১০
205983
১১ এপ্রিল ২০১৪ সকাল ০৫:৫৫
ফাতিমা মারিয়াম লিখেছেন : আরোও যে কত কি আছে এই পরীক্ষার্থীদের ভাগ্যে!!!!
১২ এপ্রিল ২০১৪ সকাল ১১:১৫
155075
অজানা পথিক লিখেছেন : আল্লাহ মালুম
১১
206296
১২ এপ্রিল ২০১৪ সকাল ০৭:০৬
শেখের পোলা লিখেছেন : ডিজিটাল দেশে,
উত্তর এল ভেঁসে৷
জায়গা মত বসাও,
টাকা কড়ি কামাও৷
১২ এপ্রিল ২০১৪ সকাল ১১:২৫
155076
অজানা পথিক লিখেছেন : Tongue
১২
206515
১২ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৬:০০
১৪ এপ্রিল ২০১৪ সকাল ১১:১৮
156074
অজানা পথিক লিখেছেন : Happy
১৩
206663
১২ এপ্রিল ২০১৪ রাত ০৯:৩৪
আবু আশফাক লিখেছেন : কাব্যিক ঢঙ্গে গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরার জন্য ধন্যবাদ।



একজোড়া খরম উপহার পেয়েছি। পড়ে আসতে পারেন
১৪ এপ্রিল ২০১৪ সকাল ১১:১৯
156077
অজানা পথিক লিখেছেন : আপনাকে স্বাগতম
১৪
206984
১৩ এপ্রিল ২০১৪ দুপুর ০১:০৪
প্রেসিডেন্ট লিখেছেন : সার্টিফিকেটটাই এখন আসল,
বিদ্যার্জনটা একদম নকল।
১৪ এপ্রিল ২০১৪ সকাল ১১:১৮
156076
অজানা পথিক লিখেছেন : ঠিক তাই!

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File