বৈশাখ মানে হলো বন্ধন:মিতালী

লিখেছেন লিখেছেন নিয়াজ ১০ এপ্রিল, ২০১৪, ০৫:৩৫:৪১ বিকাল

বৈশাখ এসে তুই কতো রঙে রাঙালী

জোর করে হতে হলো ‘ওয়ান টাইম বাঙালী’;

শেকড়কে ভুলে গিয়ে নোংড়ামী মাখালি

অবশেষে মিছিমিছি আধুনিক সাজালি।

আমাদের সভ্যতা কৃষ্টি ও চামেলী

ভাষার ক্ষেত্রেও তো, “ওহ! নো রিয়েলি”?

ভদ্রতা- শিষ্টতা লজ্জাও হারালি,

স্যাটেলাইট চ্যানেল এসে কতকছু শিখালি।

বৈশাখে কেন করো ভিনদেশী হয়ালি

মূল ভুলে আমরা কি, হয়ে যাবো কাঙ্গালী?

কেন ভরা গোলাটাকে এইভাবে খোয়ালি?

তুই কেন মাথাটাকে এইভাবে নোয়ালি?

বৈশাখ মানে হলো নতুনের জয়ালি

ঝড় আর দমকাতে নষ্টতা তাড়ালি,

নতুন দিনের তরে শুভ্রতা ছড়ালি

ঐক্যের আহ্বানে মন-প্রাণ ভরালি।

বৈশাখ মানেই তো আমাদের মিতালি

হাতে-হাত ধরে করো মৈত্রীর গীতালি,

পুরাতন-অপবাদ-জরা আর ভুয়ামি

পঁচা সব বাদ দাও; ধরো ফুল শেফালী।

বোশেখের ঘোষনা: ‘ছাড়ো সবে দালালি’

ভাদা-ভাকু-চামচারা কোথা তোরা পালালি?

দেশের প্রশ্নে মোরা ‘সবে এক’ বাঙ্গালি

গালাগালি ছেড়ে দিয়ে, বন্ধন, মিতালী।

গলাগলি ধরে বলো: ‘বন্ধন, মিতালী’।

বিষয়: বিবিধ

১৪১৯ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

205755
১০ এপ্রিল ২০১৪ বিকাল ০৫:৪১
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : সংস্কৃতির নামে অপসংস্কৃতি চলতেছে দেশে
হক লিখেছেন ,,চত্কার

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File