জনগন আজ ঘুরে দাড়াও সময় আছে অল্প
লিখেছেন লিখেছেন নিয়াজ ১৫ ডিসেম্বর, ২০১৩, ১২:৩৩:৫৩ দুপুর
দেশটা যে আজ কোন দিকে যায়
বুঝতে পারা কষ্ট
অন্তরালে খেলছে কারা
কুশিলব পথভ্রষ্ট।
নাটাই টা-যে কাহার হাতে
দেখতে পাইনা পষ্ট
নিকট কিংবা দূরের দেশে
ক্ষমতালোভীরা ব্যাস্ত।
জনগন আজ অত্যাচারীর
নির্যাতনে পিষ্ট
ভবিষ্যতের দিনগুলো দেখ
আবছা, অস্পষ্ট।
বিষয়: সাহিত্য
১১৪৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন