জীবন্ত কীংবদন্তী তিনি হৃদয়ের তাজ
লিখেছেন লিখেছেন অজানা পথিক ০৯ ডিসেম্বর, ২০১৩, ০৭:১৪:২৮ সন্ধ্যা
[ফাঁসির মঞ্চে দাড়িয়ে এক জীবন্ত কিংবদন্দী। ১৯৬৬ সালের ২৫ শে আগষ্ট মিশরের অত্যাচারী শাষক জামাল নাসের এর আমলে তাঁর মৃত্যুদন্ড কার্যকর করা হয়। সে মহামানবের স্মরণে ............................................]
এক কীংবদন্তীর কথা করব বর্ণনা
উনিশ শত ছেষট্টি সালের ঘটনা।
যিনি ছিলেন জ্ঞানের বিশাল সাগর
দেশটা ছিল তাঁর পিরামিডের মিশর।
.
গদিতে ছিল তখন নাসের জামাল
গঠন করল সে অবৈধ ট্রাইবুনাল।
যেথা ছিলেন না তারা রাজাকার কোনদিন
স্বাধীনতা যুদ্ধে তাঁদের ভূমিকা অমলিন।
.
বানানো হল তাঁকে একজন রাষ্ট্রদ্রোহী
কোনকালে থামেনি তাঁদের জুলুমশাহী।
করাগারে বহুদিন ছিলেন ইউসুফ নবী
যুগে যুগে সেপথে চলেছে কত শশী-রবী।
.
তিন বছর বন্দী ছিলেন স্বয়ং রসুল
জটিল সমীকরন এতে নেই কোন ভুল।
একদা আবু হানীফা হলেন জেলে বন্দী
বিষপানে করলো তাঁকে হত্যার ফন্দি।
.
ফাঁসির মঞ্চে জীবনের গান গেয়েছিলেন যিনি
আবুল আ’লা নাম তাঁর মওদূদী নামেই চিনি।
কোরানে আল্লাহ বলেন তাঁরা অপরাধী ঠিক
ইল্লা আইয়ু’মিনু বিল্লাহিল আজীজিল হামিদ।
.
আগষ্টের পঁচিশ তারিখ যখন হল বরাবর
সাইয়্যেদ কুতুবের মৃত্যুদন্ড হল কার্যকর
মরেও আমাদের মাঝে তিনি অমর আজ
জীবন্ত কীংবদন্তী তিনি হৃদয়ের তাজ।
.
এমন ঘটনা যদি আমার দেশেও ঘটে
পরিশেষে চুড়ান্ত বিজয় আসবেই বটে।
বিষয়: সাহিত্য
১৯৭৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন