۞۞ ব্লগে/ফেইসবুকে পোষ্ট করার আগে আপনার যে কোন লিখা অন্যত্র সংরক্ষণ করে রাখুন ۞۞

লিখেছেন লিখেছেন সিটিজি৪বিডি ০৯ ডিসেম্বর, ২০১৩, ০৬:৩৩:৪৭ সন্ধ্যা



আমি ব্লগে/ফেইসবুকে কোন লিখা পোষ্ট করার আগে আমার নিজস্ব কম্পিউটারে প্রথমেই সংরক্ষণ করে রাখি। কোন কারনে ব্লগ/ফেইসবুক থেকে আমার লিখাগুলো হারিয়ে গেলেও আমার আর কোন দুঃখ থাকে না। আমাদের প্রিয় ব্লগার লোকমান ভাইকে সামইন ব্লগে ব্যান করেছিল। ওনি শত চেষ্টা করেও ওনার লিখাগুলো পুনরুদ্ধার করতে পারেন নি। সোনারবাংলাদেশ ব্লগ বন্ধ হয়ে যাবার পর অনেকে কেঁদেছিল। সেই সময় আমি সোনার বাংলাদেশ ব্লগে পোষ্টের মাধ্যমে সবাইকে সতর্ক করে দিয়েছিলাম। পোষ্ট করার আগে অন্যত্র সংরক্ষণ অথবা ব্লগগুলো পিডিএফ করে রাখতে বলেছিলাম। আমার প্রিয় ব্লগার সত্যলিখন (পারভীন আপা) ফেইসবুকে অনেক লিখা সংরক্ষন করেছিলেন। এখন মেইল আইডি খুলতে না পেরে সবকিছু হারিয়ে ফেলেছেন। তাই এখন থেকে সবাই ব্লগে/ফেইসবুকে যে কোন লিখা পোষ্ট করার আগে আপনার কম্পিউটারে/ল্যাপটপ/পেইন ড্রাইভে সংরক্ষণ করে রাখুন।

একটি হারান সংবাদ (সত্যলিখন)

বিষয়: বিবিধ

১৯৬১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File