ছড়া রুখবে স্বৈরাচার-০৫বিদ্রোহের পংক্তিমালা ছবি ব্লগ
লিখেছেন লিখেছেন অজানা পথিক ২৭ নভেম্বর, ২০১৩, ০৩:২৯:৪০ দুপুর
এক.
জমবে খেলা পাঁচ তারিখে
খেলোয়ার দের বলো
স্টেডিয়াম ঘেরাও হবে
দর্শকরা সব চলো।
জমবে খেলা পাঁচ তারিখে
কয় খেলোয়ার দিয়ে
খেলা দেখতে যাব এবার
ঢাল তলোয়ার নিয়ে।
জমবে খেলা পাঁচ তারিখে
খেলোয়ার গেল কই?
খেলায়ারদের ধরে আন
হই হই হই হইরে হই।
দুই.
কে বলেছে নেই খেলোয়ার
আবাহনীর নাইন।
মোহামেডান না খেললেও
খেলা হবে শাইন!!!
তিন,
সইছেনা আর জনগনে
মানছেনা আর আইন
জ্বলছে আগুন পথে ঘাটে
বাধছেনা আর ফাইন।
চার.
কেউ যদি আর বাংলামায়ের
আঁচল ধরে টানে।
জেনে রাখ খৈ ফুটাবো
তপ্ত মেশিন গানে।
(বি: দ্র: — বি এন পি পাঁচ তারিখের নির্বাচনে প্রার্থী না দিতে চাইলেও ইতোমধ্যে প্রতি আসনে আওয়ামী লীগের
প্রায় নয় জন করে দলীয় মনোনয়ন ফরম কিনেছেন। আবাহনীর নাইন বলতে সে বিষয়টি বোঝানো হয়েছে।)
বিষয়: সাহিত্য
২৪৪৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন