এটাই কি ওদের অপরাধ ???
লিখেছেন লিখেছেন বাংলার দামাল সন্তান ২৭ নভেম্বর, ২০১৩, ০৩:২০:২০ দুপুর
ভার্সিটির সিংহভাগ তরুনীরাই যখন পার্লার থেকে সেজে বয়ফ্রেন্ডের সাথে ডেটিংয়ে বের হয়(মাঝে মাঝে হোম ডেট করে)
আর ছাত্রীসংস্থার মেয়েরা হয়ত তখন সহপাঠিদের ইসলাম বুঝায়। এটাই কি তাদের অপরাধ?
বেশিরভাগ তরুনীরাই যখন "জিসম টু" আর "এক থা টাইগার" এর স্বপ্নে বিভোর হয়ে, ক্যাটরিনার কোমর দুলানো চর্চা করে,
আর ছাত্রীসংস্থার মেয়েরা তখন কুরআন,হাদিস, ফিকহে মগ্ন থাকে এটাই তাদের অপরাধ?
ইডেন বদরুন্নেসার লীগ নেত্রীরা যখন মনোরন্জনের জন্য আওয়ামী নেতাদের বাসায় রাত কাটায়,
ছাত্রীসংস্থার মেয়েরা তখন আল্লাহর সন্তুষ্টি লাভের আশায়
যায়্নামাজে রাত কাটায়। এটাই কি ছাত্রীসংস্থার মেয়েদের অপরাধ?
এজন্যই কি তাদের গ্রেফতার করা হয়?
হুমম… ওদের তো গ্রেফতার করা হবেই। ওরা তো আর জাবি ঢাবির মেয়েদের মত টাইট গেন্জি পড়ে ব্যাডমিন্টন কোর্টে লাফায় না। ওরা তো আর শাহরুখ খানের চুমু খায় না। ওরা তো আর লীগ নেত্রীদের মত বিশেষ(!) ব্যাবসায় জড়িত নয়। এটাই ওদের অপরাধ ???
আমাদের দেশে রাস্তা ঘাটে কেউ ধর্ষিত হলে সে খবরে পত্র পত্রিকা ছেয়ে যাই। কিন্তু শুধু মাত্র ছাত্রী সংস্থার সাথে জড়িত থাকার জেলে নিয়ে প্রকাশ্যে ধর্ষন করলেও সে খবর মিডিয়াতে আসে না। কারন মিডিআগুল নাস্তিক বামন্থিদের পা চাটা দালাল।
এসব বিচার কার কাছে চাইব আমরা?
বিষয়: বিবিধ
১২৫৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন