ছড়া রুখবে স্বৈরাচার--০১(আজকে যারা মন্ত্রী হল)
লিখেছেন লিখেছেন অজানা পথিক ১৮ নভেম্বর, ২০১৩, ০৭:৫৫:৪৭ সন্ধ্যা

![]()
দুটি কথা কইবার চাই
ক্যামনে কই শরমে
এসব কথা শুনলে বুবু
রেগে যাবেন চরমে।![]()
টেনশানে যে থাকেন বুবু
ঘুম গেল যে হারামে
টেনশান সব থেমে যাবে
পাইলে গদি আরামে।![]()
বুবু আবার প্রধান হল
ধরছে কোন ব্যারামে
নির্বাচন সামনে এখন
ক্যামনে যাবে বিরামে!![]()
বিরোধী দল তামশা দেখে
কাজ হবেনা নরমে
আমজনতা চাচ্ছে যখন
কর্মসূচীর গরমে।![]()
আজকে যারাই মন্ত্রী হল
সকল-দলের নামে
দেশ তারাই করবে বিক্রী
তেতুল পাতার দামে।
অক্ষরবৃত্ত-(১০+৮)
বিষয়: বিবিধ
১৩৫৭ বার পঠিত, ০ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন