এরশাদ নিয়ে হৈ-চৈঃ অনেক খেলা সামনে......জাতীয়তাবাদী শক্তি কি হতাশ? =============================
লিখেছেন লিখেছেন ভাবনার ল্যাম্পপোস্ট ১৮ নভেম্বর, ২০১৩, ০৮:৩৬:৫১ রাত
আজ জাপা তথা এরশাদের দলের সাত জন মন্ত্রী সভায় যোগ দিয়েছে ,
অনেকেই হতাশ কিংবা আলোচনা করছেন কিন্তু কিছু বিষয় ভুলে যাচ্ছেন।
১। দেরাদুন, ইন্ডিয়া তে প্রশিক্ষণপ্রাপ্ত আর্মি অফিসার এরশাদ সুতরাং কানেকশনটা কোথায় বুঝে নিন।
২। ১৯৮১ সালের ১৭ই মে শেখ হাসিনা ইন্ডিয়া থেকে দেশে আসে, ৩০শে মে জিয়া শহীদ হন।
৩। ১৯৮২ সালের ২৪শে মার্চ এরশাদ বিচারপতি সাত্তার থেকে ক্ষমতা নেয়, শেখ হাসিনার ঐতিহাসিক উক্তি “I am not unhappy”.
৪। এরশাদ বিরোধী আন্দোলনে বার বার ছুড়িকাঘাত করে হাসিনা এবং ১৯৮৬’র নির্বাচনে অংশ নেয়।
৫। শেখ হাসিনার সমর্থনের জন্যই মূলত এরশাদ নয় বছর ক্ষমতায় ছিল।
তাহলে যারা এরশাদকে মনে করে বি,এন,পির সাথে থাকবে তারা ভুল করে। মূলত বি,এনপির বিকল্প একটা বাংলাদেশী জাতীয়তাবাদী শক্তি গড়ে তুলেছে ইন্ডিয়া। জাস্ট আ,লীগের একটা বি টিম হল জাপা।
এখন দেখা যাক এই ইন্ডিয়া সমীকরন এবং অর্থের লোভে কারা কারা নির্বাচনে আসতে পারে-
১। ১/১১’র খেলোয়াড় বি,চৌধুরীর বিকল্পধারা
২। ১/১১’র খেলোয়াড় এবং সাউথ ব্লকের লিঙ্ক অলি আহমদের এল,ডি,পি।
৩। প্রণব মূখার্জীর বন্ধু কাদের সিদ্দিকী
৪। আসম রবের জে,এস,ডি
৫। বাঙালী জাতীয়তাবাদীর সমর্থক আনোয়ার হোসেন মঞ্জুর জে,পি
৬। সি,পি,বি-বাসদ এবং মাহমুদুর রহমান মান্নার ঐক্যজোট
৭। ডঃ কামালের গন ফোরাম
৮। তরিকত ফেডারেশন
৯। হেফাজতের একটা অংশ
১০। সুন্নী জোট
১১। পার্থ’র বিজেপি
১২। সর্বশেষ মিলিয়ন ডলারের প্রশ্ন বি,এন,পির একটা অংশ বি,এন এফ বা অন্য নামে যাবে তারা কারা কারা আমরা যানি না।
উপরে যে হিসাব দিলাম ম্যাডাম সেটা আরো চার বছর আগ থেকেই জানে।
সুতরাং কারো হতাশ হবার দরকার নাই, কারন মনে রাখবেন ২০০৮’র নির্বাচনে বি,এন,পির জোটের শ্লোগান ছিল “দেশ বাঁচাও, মানুষ বাঁচাও” তখন মানুষ হেসেছিল কিন্তু এখন। ভুল হচ্ছে সবার একটা জায়গাতে, দেশের ৮০% মানুষের সমর্থনের আন্দোলন কোনভাবেই বৃথা যাবে না। মুক্তিযুদ্ধ যেমন প্রথমে অবাস্তব ছিল, আসলে সেটা ছিল বাস্তব।
বর্তমানেও তাই।
ম্যাডামের উপর ভরসা রাখুন।
জনতার বিজয় হবেই ইনশাআল্লাহ।
বিষয়: বিবিধ
১০০৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন