টোকাই ভাবনা
লিখেছেন লিখেছেন অজানা পথিক ০১ সেপ্টেম্বর, ২০১৩, ০৭:১২:৪০ সন্ধ্যা
[গতকাল হটাৎ এক পথ শিশুর সাথে দেখা ,কিছুক্ষন কথা এবং এ বিষয়ে লেখা একটি কবিতা]
অজানা পথে চলছে পথিক
হটাৎ করে টোকাই রফিক
পথিকের সাথী হয়,
রাত্রী পথের যাত্রী রফিক
ভয় পেয়েছে ভয়।
রফিক আর পথিক মিলে
জমছে মজার আলাপন
টোকাই রফিক ভারি রসিক
সে কথা আজ করিব বর্ণন।
সঙ্গী পথিক জঙ্গি তুমি
রেখেছ কেন দাড়ি?
বয়স তোমার লাগছে বেশী
মেয়েরা দেবে আড়ি।
আবার শোন মন দিয়ে
এত গুলো দাড়ি নিয়ে
করতে যখন যাবে বিয়ে
পাত্রী তখন করবে ইয়ে।
বলে কি টোকাই রফিক!
একটু অবাক হল পথিক!!
ক্ষনিক পরে পথিক বলে
তোমার পিঠে এসব কী?
চটপটিয়ে বলল রফিক
ভাঙ্গাঁ কাঁচের সিঁসি।
কাচের সিঁসি বিক্রী করে
কয় টাকা পাও দৈনিক?
একশ টাকা দেড়শ টাকা
জানাল টোকাই রফিক।
পথিক বলে ওরে রফিক
পড়া লেখা পার কী?
পড়া লেখা পারি আমি
অ আ ক খ এ বি সি ডি।
যাই শিখেছি লেখা পড়া
আর নেই দরকার,
আর ও যখন বড় হব
একলা বসে ভাবতে ভাবতে
শিখব অনেক চমৎকার।
কথাগুলো বলে রফিক
হারিয়ে যাচ্ছে
আবার পখিক একলা হয়ে
অজানা পথে চলছে,
টোকাই নিয়ে ভাবছে..........।
বিষয়: সাহিত্য
৩৭৬৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন