কুপরামর্শের ভিতরে সুপরামর্শ!!!!

লিখেছেন লিখেছেন বেদূঈন পথিক ০১ সেপ্টেম্বর, ২০১৩, ০৭:২৪:৩২ সন্ধ্যা

এক বউ তার শাশুরিকে কিছুতেই সহ্য করতে পারছিল না।শাশুরি ও তেমন একটা ভাল চোখে দেখতেন না,ছেলের বউ কে।

পান থেকে চুন কষলেই,বউর সঙ্গে ঝগড়া শুরু করে দিতেন।

বউ ভাবতে শুরু করল,কিভাবে এই দাজ্জাল! শাশুরির হাত থেকে বাচাঁ যায়!

ভাবতে ভাবতে বউ মাথা বুদ্ধি আসল । শাশুরি কে একেবারে দুনিয়া থেকে সরিয়ে দেয়া।

সিদ্ধান্ত ফাইনাল,শাশুরিকে মেরে ফেলবে! কিন্তু মারবে কেমনে?শাশুরি কে মারার পর যদি নিজে ও বিপদে পরে যায়।

কি ভাবে মারলে শাশুরির খুনের দায় নিজের উপর না আসে,সে জন্য বউ তার পরিচিত এক ডাক্তারের কাছে ,শাশুরির বিষয়ে বিস্তারিত বলে পরামশ্য চাইল।তার সাথে পাওয়ারফুল বিষ ও চাইল।

ডাক্তার সাহেব বললেন, ঠিক আছে আমি একটু ঔষধ দিচ্ছি যা খাইলে মানুষ আস্তে আস্তে মৃত্যুর কোলে ঢলে পরে।

আর পরামশ্য হল,আজ থেকে তুমি,তোমার শাশুরির সঙ্গে সব সময় ভাল ব্যবহার করবে,শাশুরি যতই তোমাকে কটু কথা বলুক কেন তুমি থাকে কটু কথা বলবেনা।নয়তো উনি মারা যাওয়ার পরে মানুষ তোমাকে দুষারুপ করবে।

বউ বাড়িতে এসে শাশুরির সঙ্গে ভাল ব্যবহার করতে শুরু করে দিল, তার সাথে ডাক্তারের দেওয়া ঔষধ ও খাওয়াল।

এক সময় দেখ গেল বউ এর ভাল ব্যবহারে শাশুড়ী ও ভাল হয়ে গেলেন।

ছেলের বউকে নিজের মেয়ের মতো দেখতে শুরু করে দিলেন। বউ শাশুড়ীর সর্ম্পক হয়ে গেল মা মেয়ের মত!

বউ তার ভুল বুঝতে পেরে ডাক্তারের কাছে আবার গেল,বলল ডাক্তার সাহেব আমার শাশুরি ভাল হয়ে গেছেন।আমার সঙ্গে এখন খুব ভাল ব্যবহার করেন,আমি চাই উনি তারাতারি মরে যান!

আপনার দেয়া বিষে যেন উনার ক্ষতি না হয়,এরকম ঔষধ দেন।

ডাক্তার মুচকি হেসে বলল,ভয়ের কোন কারণ নেই!আমি কোন বিষ আপনার হাতে তুলে দেইনি যা খেয়ে আপনার শাশুরি মরে যাবেন।

আমি আপনাকে বিষ বলে যে ঔযধ দিয়েছিলাম তা বিষ নয়,ভিটাম ঔষধ দিয়েছিলাম।

বন্ধু রা আমরা কি পারি না ঐ ডাক্তারের মত কুপরার্মশর ভিতরে ভাল পরার্মশ দিতে?

তাহলে তো সমাজের অর্ধেক মার ডাঙ্গা কমে যেতো।

বিষয়: বিবিধ

১৯০১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File