শাহবাগ নাটকের পরিসমাপ্তি : আলেমদের রক্ত
লিখেছেন লিখেছেন অজানা পথিক ০৭ মে, ২০১৩, ০৭:৫১:৪১ সন্ধ্যা
শাহবাগের তথাকথিত গণজাগরণ মঞ্চ তিন মাস পর সোমবার সরিয়ে দেয়া হয়েছে। আলেমদের রক্তের বিনিময়ে এদিন শাহবাগ নাটকের সমাপ্তি ঘটেছে। সরকারের প্রত্যক্ষ সহযোগিতায় গত ৫ ফেব্রুয়ারি থেকে শুরু হয় এই ধারাবাহিক প্রহসন নাটক। আর সরকারি, বেসরকারি বামনেতা, দালাল বুদ্ধিজীবী এবং দেশের প্রায় সব গণমাধ্যম এই নাটক দীর্ঘায়িত করতে যেভাবে স্বেচ্ছাসেবকের ভূমিকায় সক্রিয় ছিল তা এ দেশের রাজনৈতিক ইতিহাসে একটি বিরল ঘটনা। অন্যদিকে এই আন্দোলনে প্রথম থেকেই সক্রিয় সমর্থন দিয়েছে বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্র, আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত। ভারতের সমর্থনপুষ্ট গণমাধ্যমগুলো শাহবাগ আন্দোলন নিয়ে অতিরঞ্জিত সংবাদ প্রকাশ করে চলেছে। শাহবাগের আন্দোলনে ভারতের বিভিন্ন সংগঠনও সক্রিয় সমর্থন দিয়েছে। শাহবাগের আন্দোলনের প্রতি সমর্থন দিয়েছে ভারত ছাত্র ফেডারেশন। পশ্চিমবঙ্গের শিল্পী কবীর সুমন ও প্রখ্যাত গণসঙ্গীত শিল্পী প্রতুল বন্দ্যোপাধ্যায় শাহবাগের সমর্থনে একাধিক গান রচনা করেছেন। কলকাতার ব্লগাররাও শাহবাগের আন্দোলনের সমর্থনে সক্রিয় ছিল।
বিষয়: রাজনীতি
১২৯৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন