তোরা যারা যুদ্ধে যাবি-
লিখেছেন লিখেছেন অনল দুহিতা ০৭ মে, ২০১৩, ০৭:৩৯:১৭ সন্ধ্যা
এখন প্রচন্ড স্বপ্নবাজ কিছু মানুষ দরকার। অশ্রুর প্রবল বর্ষনেও যাদের স্বপ্ন ধুয়ে যায় না। যারা লড়ে যাবে এই স্বপ্নে বিভোর হয়ে যে, একদিন বাতাসে রক্তের গন্ধ থাকবে না। আকাশ কাল ধোয়ায় আচ্ছন্ন থাকবে না। আল্লাহর প্রেমে মাতোয়ারা বলে কেউ বেঁচে থাকার অধিকার কেড়ে নিতে চাইবে না। জন্মান্তরে বিভেদের যে চাপা কষ্ট বক্ষ জুড়ে, তা একদিন দূর হবে। আমরা চোখ মুদবো প্রশান্ত হ্নদয়ে।
রক্ত দেখে হিন্দার ন্যয় উল্লাসকারীরা একদিন অনুতপ্ত হ্নদয়ে খোদার রাহে ছুটে যাবে ক্ষমার আশায়। হয়ত রাসুলের বাণী অনুসারে আল্লাহ তায়ালাও ক্ষমা নিয়ে দ্বিগুণ তেজে ছুটে যাবেন তাঁর অবুজ বান্দাদের পানে...
আল্লাহর প্রতি আমাদের ভালবাসা যেমন প্রথম প্রেমের আবেগের ন্যয় উপচে ওঠে, তেমনি বেহিসাবে ভালবাসবো তাঁর সৃষ্টিকেও। ভালবাসা দিয়ে একেকটা হ্নদয় নয়, পুরো পৃথিবীটাই কিনে নেবো একদিন।
ভাইয়া!
যুদ্ধের সাজ পোশাক গায়ে জড়িয়েও এমন করে স্বপ্ন দেখতে পারবিরে ভাই?!
পারবি? জন্মের শত্রুকেও হাতের অস্ত্র না, হ্নদয়ের ভালবাসা দিয়ে বধ করতে!
ভাইরে, যুদ্ধের ময়দানে শত্রুর পাশবিকতা মনে রাখিসনা। উমারের মত ইস্পাত কঠিন আবার মেঘের চেয়েও নরম দিল হয়ে যাস......
বিষয়: বিবিধ
১৪১৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন