একটা বিপ্লব চাই
লিখেছেন লিখেছেন সুহৃদ আকবর ২৫ মার্চ, ২০১৩, ০৬:২০:৩৭ সন্ধ্যা
একটা বিপ্লব হলে সব ল্যাঠা চুকে যেত
বিপ্লব ছাড়া কবে কোথায় এসেছে মুক্তি?
বিপ্লব আমি তোমাকে ডাকি
বিপ্লবের জন্য আমি প্রতিক্ষার প্রহর গুনি
এ সমাজ ভাঙার জন্য চাই বিপ্লব
এই জালিম সরকার উৎখাতের জন্য চাই বিপ্লব
অবৈধ ট্রাইব্যুনাল ভাঙার জন্য চাই বিপ্লব
মানবতার মুক্তির জন্য চাই বিপ্লব
নাস্তিকতার শিকড় উপড়ানোর জন্য চাই বিপ্লব
বিপ্লব ছাড়া কবে কোথায় এসেছে মুক্তি
বিপ্লব আমি তোমাকে ডাকি
বিপ্লবের জন্য আমি প্রতিক্ষায় থাকি
একটা বিপ্লবের জন্য আমি সদা সর্বদা প্রভুর কাছে কাঁদি
বিপ্লব, আমি তোমাকে বড় বেশি ভালবাসি।
বিষয়: বিবিধ
১০৫৩ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন