একদিন স্কাইপি তে
লিখেছেন লিখেছেন মোঃ ওহিদুল ইসলাম ২৫ মার্চ, ২০১৩, ০৬:১৬:২৪ সন্ধ্যা
দাঁড়িয়ে যাব হঠাৎ হঠাৎ,
দিবেন আমায় বসিয়ে।
জানবে বিশ্ব, জানবে লোক,
খাতির নাই মোদের এই নিয়ে।
সমালোচনা হোকনা যাহাই,
রায়টা লিখবেন কসিয়ে।
বিশ্ব মিডিয়া বলুক যাচাই,
কুচ পরোয়া নেহিয়ে।
আছে মোদের গোয়েবলস সব,
আছে তৈরি, হলুদ পত্রিকা আর টিভি নিয়ে।
অভিযোগ সব বায়বীয়,
এ আর এমন কি ব্যাপার?
বিরোধী দল বলেই তাঁরা,
নিরপরাধ হলেও পাবেনা পার।
লজ্জা শরম আর বিবেকবোধ,
স্বার্থের টানে থাকনা বন্ধক।
প্রমোশনটা পাবেন ভালো,
রায়টা শুধু দিবেন কালো।
প্রণব দাদা হবেন খুশি,
গোটা তিনেক দিলে ফাঁসি।
বুবু মোদের বলে দিছে,
দাদার স্বপ্ন যেন না হয় মিছে।
বিষয়: বিবিধ
১১৮৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন