সময়ের পাথর চোখ
লিখেছেন লিখেছেন সুহৃদ আকবর ১০ সেপ্টেম্বর, ২০১৫, ০১:২৭:০৪ রাত
কাঁদতে কাঁদতে চোখ আমার পাথর হয়ে গেছে
আমার মতো অনেকেরই এখন পাথর চোখ
তাই অনেকদিন হলো প্রাণ খুলে কাঁদতে পারি না
সেই কতদিন আগের কথা!
সামান্যতেই আমার চোখ দিয়ে পানি বের হয়ে আসতো
আজো মনে পড়ে, প্রিয়তমার সেই অশ্রুভেজা রুমালটির কথা
একটু রাগারাগিতেই ও অশ্রুগঙ্গা বয়ে দিত
ওর কাঁদা দেখে আমিও কেঁদে দিতাম
এখন কাঁদতে গেলেই ঠিকরে বের হয়ে আসে চোখ
পানির বদলে গড়িয়ে পড়ে রক্তের আলপনা।
অনেকদিন হল হাসতে পারি না
হাসতে গেলে আমার পিতা এসে সামনে দাঁড়ান
কোলে আমার কিশোরী বোনের বুলেটবিদ্ধ লাশ
তখন স্তব্ধ দেহে বিষ্ফারিত চোখে কেবল তাকিয়েই থাকি
না হাসতে পারি- না কাঁদতে পারি।
বিষয়: সাহিত্য
৭৯১ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
শিরোনামটি খুব চমৎকার লাগলো! শেষটুকু পড়ে কষ্টানভূতি ছুঁয়ে গেলো!
মন্তব্য করতে লগইন করুন