তোমায় দেখবো বলে
লিখেছেন লিখেছেন নির্বোধ১২৩ ০২ জানুয়ারি, ২০১৫, ০৪:২৭:৪৯ রাত
তোমায় আলুথালু দেখবো বলে একদিন
উঠে বসি পহাড় চুঁড়ায়
চোখ মেলে দেখি; সবই ছিমছাম
বিন্যস্ত রঙ আকৃতি ছায়া সবই পরিপাটি!
তোমাকে একদিন সাদামাটা দেখবো বলে
ছুটে যাই অজন্তার গুহায়
দেখলাম আমি; রঙধনু সাজে
প্রসাধিত তুমি ইলোরার রঙ ছেনে!
তোমাকে একবার এলাকেশী দেখবো বলে
উঠে চাড়ি মেঘের ভেলায়
আকাশের খাঁজে এ কি; ধূপশিখা ছেপে
ভাসায়েছো তুমি দূরাশার আলেয়া!
তোমাকে চমকে দেবো বলে একদিন
উঁকি দেই তোমার দিপালী আঙিনায়
দোর খুলে তুমি - চেয়ে দেখি সেকি,
দাঁড়িয়ে আছো আমারই অপেক্ষায়!!
বিষয়: সাহিত্য
১১২৪ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
সাদামাটা চেহারা দেখেন
এতগুলো সাদামাটা চেহারার ভাগ্যবতী যোগাড় করলেন কিভাবে?
এরপরও কি করে হতভাগা...?
মন্তব্য করতে লগইন করুন