অপূর্ণতা

লিখেছেন লিখেছেন মেহেদী পাতা ০২ জানুয়ারি, ২০১৫, ০৫:০৩:৪১ সকাল

আমাদের প্রত্যেকটা মানুষের মাঝে পাওয়া না পাওয়ার অপুর্নতা আছেই… সেটা একজন ছোট শিশু থেকে শুরু করে একজন বৃদ্ধ ব্যক্তি পর্যন্ত…

যখন একটা ছোট শিশু তার পছন্দমত খেলনা টা না পায় ঠিক তখন সে মনে মনে নিজেকে অপুর্ন ভাবে.. সে ছোট হলেও তার মধ্যে সেই অনুভুতি টুকু ঠিকি কোনো না কোনো ভাবে কাজ করে…

পর্যায়ক্রমে একজন প্রাপ্ত বয়স্ক ব্যক্তি যখন দিনের পর দিন আয় রোজগারের জন্যে এখানে সেখানে তার চাকুরী খুঁজে বেড়ায়, আর তাতে সে যদি ব্যর্থ হয়,

ঠিক তখনি তার অপুর্নতা গুলো তার মাঝে ঘুরপাক খেতে থাকে… প্রতি মুহুর্ত নিজের সাথে যুদ্ধ করতে হয় তখন!!

অতঃপর,, একজন বৃদ্ধ ব্যক্তি যখন তার জীবনের শেষে এসে তার পর্যাপ্ত সেবা, ভালোবাসা কিংবা যথার্থ মর্যাদা টুকু পাওয়া থেকে বঞ্চিত হয়ে যায়,

তখন সে তার সারা জীবনের পাওয়া না পাওয়ার হিসেব নিয়ে বসে,, তখন তার পাওয়া গুলো ও যেনো না পাওয়া হয়ে যায়,, মনে মনে সে যে কতোটা অপুর্ন ভাবে তা কেবলমাত্র সে নিজেই বুঝতে পারে…….

আসলে আমরা কখনোই, কোনভাবেই পরিপূর্ন না…

এক ধরনের ” অপুর্নতা ” সবসময় ই থাকবে আমাদের ঘিরে…………….­………!!!!!

তবুও, আমরা পথ চলবো..

আর জীবন এভাবেই চলতে চলতে একদিন থেমে যাবে!!!!!

বিষয়: বিবিধ

৭১৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File