ধর্মানুভুতি ; অন্যের মুন্ডুপাত সমস্যার সমাধান নয়।

লিখেছেন লিখেছেন হুরপরী ১৩ এপ্রিল, ২০১৩, ০৫:০৮:০১ সকাল

দর্শনগত ভাবে বিভিন্ন মতাদর্শের মধ্যে দ্বন্দ্ব সবসময়ই বিদ্যমান। যেমন ;

মুসলমানরা দাবি করেন, "প্রাণহীন মূর্তির-পূজো করা যথেষ্ট অযৌক্তিক ও হাস্যকর"

এক্ষেত্রে হিন্দুদের দাবি, " অদৃশ্য, বায়বীয় আল্লা-পূজো যথেষ্ট অযৌক্তিক ও হাস্যকর"

মুসলমানরা দাবি করেন, "প্রনহীন মূর্ত্তি মানুষকে কিছু দেয়ার ক্ষমতা রাখে না"

এক্ষেত্রে হিন্দুদের দাবি, " মুসলমানদের বায়বীয় আল্লা তার ক্ষমতাবলে একটি মশাও নিয়ন্ত্রন করতে পারেনা"

এই হচ্ছে অভাগার ধর্ম-কথা।

যেহেতু নানা ধর্মের এবং নানা মত দর্শনের মানুষ একটি সমাজে বাস করে, সেহেতু তাদের চিন্তা ধারা, জীবন ধারন পদ্ধতি ও ভিন্ন। এখন অন্যের ধর্ম বা মত সম্পর্কে আমাদের অবস্থান কী হওয়া উচিত? অবশ্যই অন্যের মতকে শ্রদ্ধা করা উচিত এবং তাদের প্রতি সহনশীল হওয়া উচিত। কারন আমরা সবাই শান্তিপূর্ণ ভাবে সমাজে বাস করতে চাই। সমস্যা হয় তখনই যখন একজন মানুষ নিজের মত কেই নির্ভুল ও সর্বশ্রেষ্ঠ মনে করে এবং অপরের মত সম্পর্কে কিছু না জেনেই তুচ্ছ তাচ্ছিল্য করে, অসম্মান করে।

কোন ব্যক্তি বা দর্শন আজীবন সমালোচনার উর্দ্ধে থাকতে পারে না। কোন মতাদর্শই নির্ভুল এবং সমালোচনার উর্দ্ধে হতে পারে না। এর জন্য আমাদেরকে প্রত্যেকের কথা গুরুত্ত দিয়ে শুনতে হবে এবং যুক্তি দিয়ে বিশ্লেষণ করে সমাজে তার গ্রহনযোগ্যতা যাচাই-বাছাই করতে হবে। অনুরূপ ভাবে আমার নিজের বিশ্বাসকে যখন অন্যরা যুক্তির কাঠগড়ায় দাড় করাবে, তখন তাদের যুক্তি গুলো ধৈর্য নিয়ে শুনতে হবে এবং নিজের বিচার বিবেচনা অনুযায়ী বিপরিত যুক্তি দাড় করাতে হবে। অন্যের মুন্ডুপাত সমস্যার সমাধান নয়।

বিষয়: বিবিধ

১৩২২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File