হেফাজতীরা লেজ গুটিয়েছে, গুলাবী বেগম এখন কি করবেন?
লিখেছেন লিখেছেন হুরপরী ০৮ মে, ২০১৩, ০৬:১২:২৭ সকাল
ঠেলার নাম বাবাজী, হেফাজতীদের সুর এখন পাল্টে গেছে। নাস্তিক কতল করার তিব্র ক্ষুদা আর নেই। এখন তারা বলছে পজরের(ফজরের) নামাজের পর দোয়া করেই তারা চলে যেতেন। পরিস্থিতির চাপে এখন দিশাহারা হেফাজতের নেতা-কর্মীরা, হতচকিত। সংগঠনের শীর্ষ নেতা আল্লামা আহমদ শফী সোমবার ঢাকা থেকে হাটহাজারী মাদ্রাসায় ফিরে যাওয়ার পর থেকে এখন নিশ্চুপ। উস্কানীদাতা বাবুনজরী ৯ দিনের রিমান্ডে।
এদিকে ৫০০০ আলেম হত্যার কাল্পনিক তথ্য প্রনেতা বিএনপি নেতা এম কে আনোয়ার গ্রেফতারি পরোয়ানা এড়াতে এখন গা-ঢাকা দিয়েছেন। সাদেক খোকার গনহত্যাতত্ব হালে পানি পায় নি। গুলাবী বেগম দায়সারা গোছের এক হরতাল ডেকে এখন দায়মুক্ত হতে চাছ্ছেন।
বিষয়: বিবিধ
১৭৯৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন