তিনি আসলেন, ধ্বংসের হেফাজত করলেন এবং চলে গেলেন।
লিখেছেন লিখেছেন হুরপরী ০৬ মে, ২০১৩, ০৮:০৫:৪৭ রাত

তিনি এখন চলে যাছ্ছেন।
শহীদ, শাহাদাত, ইনসাফ, ইসলামী দ্বীন, খেলাফত কিছুই কায়েম হল না। তিনি ধ্বংসের হেফাজত করে এখন চলে গেলেন। সাধারন মানুষের জানমাল, বৃক্ষ, গবাদিপশু, নৌকা, যানবাহন, রাস্তাঘাট, সরকারী সম্পদ, মসজিদ এমন কি পবিত্র গ্রন্থ কোরান-হাদীসও............ এ লোকটি তান্ডব থেকে রেহাই পাই নি।
এ ধ্বংসযজ্ঞ ইতিহাসের হালাকুখান, চেঙ্গিসখান কেও ছাড়িয়ে গেছে। 
ইতিহাস স্বাক্ষদেয় ; জনতার শক্তির কাছে হিটলার, ইয়াহিহা, টিক্কা এভাবেই আত্মসমর্পন করে।
বিষয়: বিবিধ
২০৭১ বার পঠিত, ০ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন