ব্লগকে অনেক ফাস্ট করার জন্য মডু ভাইদেরকে ধন্যবাদ
লিখেছেন লিখেছেন চেয়ারম্যান ১৩ এপ্রিল, ২০১৩, ০৪:৫৩:০১ রাত
বিডিটুডে একমাত্র ব্লগ যেখানে খোলা মেলা ভাবে লেখা যায়। তাই অল্প কয়েকদিনেই এই ব্লগটি ব্লগারদের অংশগ্রহনে জনপ্রিয় ব্লগে পরিনত হয়েছে।
অনেক ব্লগার অভিযোগ করেছিল ব্লগটি কিছুটা স্লো ..আলহামদুলিল্লাহ মডু ভাইয়েরা এই সমস্যাটি খুব দ্রুতই সমাধান করেছেন। এই সমস্যা দ্রুত সমাধান করার জন্য মাননীয় মডারেটরদের অনেক অনেক ধন্যবাদ
আশা করি এবার আরো সাবলীলভাবে ব্লগারেরা ব্লগিংয়ে অংশগ্রহণ করবে। আরো জমজমাট হবে আমাদের প্রিয় এই ব্লগ।
আরেকটি কথা এই ব্লগটি হলো নতুন একটি ব্লগ। আমরা হয়তো মাঝে মাঝে কিছু সমস্যার মুখোমুখি হতে পারি। এই জন্য অন্যকোনো ব্লগের সাথে তুলনা করা ঠিক হবে না . বুঝতে হবে সামহোয়ারইন ব্লগ ৮ বছরে এই রকম একটি ব্লগ বানাতে সক্ষম হয়েছে ..আমাদের এই প্রিয় ব্লগ চালু করার ৩ মাসেই, সামহোয়ার থেকে পিছিয়ে নেই ..অনেক ক্ষেত্রে এই ব্লগটি সামহোয়ার থেকে এগিয়ে আছে।
তবু ও আমরা যদি কোনো সমস্যা দেখি তাহলে আমাদের ফিডব্যাকে যোগাযোগ করা উচিত। এবং এই ব্লগকে আরো সুন্দর ও ইউজার ফ্রেন্ডলি করতে মডু ভাইদের আরো সময় দেওয়া উচিত।
বিষয়: বিবিধ
১৫৬৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন