লেখালেখির মাঠে ইসলামপন্থী আইনজীবিদের দৈন্যদশা Worried I Don't Want To See

লিখেছেন লিখেছেন চেয়ারম্যান ২৯ অক্টোবর, ২০১৪, ০৬:১১:২৮ সন্ধ্যা



আওয়ামী স্কাইপে ট্রাইবুনাল শুরু হওয়ার পর একে একে অনেক রায় দেওয়া হয়েছে। রায় দেওয়ার আগে বিচার প্রক্রিয়া শুরুর সময় বিভিন্ন অভিযোগ দায়ের করা হয়েছিলো।

জামায়াতের নেতারা যে এই সব অভিযোগে অভিযুক্ত না , তা নিয়ে বিভিন্ন লেখা, লেখা হয়েছিলো। কিন্তু অধিকাংশ লেখা লিখেছে যারা আইনের ছাত্র না। যারা আইনের ছাত্র না তাদের পক্ষে আইনের অনেক কিছু জানা সম্ভব না।

অপরদিকে এই ট্রাইবুনালের পক্ষে আওয়ামী ও বামপন্থী আইনজীবিদের বিভিন্ন সংগঠন আছে। স্কাইপে কেলেঙ্কারীর সময় বেলজিয়াম প্রবাসী জিয়াউদ্দিনের স্কাইপে সংলাপ প্রকাশ হওয়ার পর বিষয়টি আরো স্পস্ট হয়। আর তার সাথে সাথে জামায়াত নেতাদের বিরুদ্বে বিভিন্ন মিথ্যা অভিযোগগুলো প্রমান করতে এই সব আওয়ামী আইনজীবিরা বিভিন্ন ব্লগে লেখালেখি , টেলি সংলাপ, আওয়ামী,বামপন্থী তরুনদের সাথে সংলাপ সহ বিভিন্ন কার্যক্রম হাতে নেয়। একটি মিথ্যা কে ১০০ বার প্রচার করলে সেটি সমাজে প্রতিষ্ঠিত হয়ে যায়, এই মিথ্যা প্রতিষ্ঠিত করার কাজটি তারা গত ১০ বছর ধরে করে আসছে।

অন্যদিকে ইসলামপন্থী আইনজীবিদের কার্যক্রম একদম শুন্য। ধরেন এই সব অভিযোগ যে মিথ্যা ভাবে সাজানো , সেগুলোর অসঙ্গতি , এগুলো কিভাবে আইনের সাথে কনফ্লিক্ট , অথবা ট্রাইবুনাল যেই রায় বা রাজনৈতিক পর্যবেক্ষণ দিয়েছে , সেই রায় বা পর্যবেক্ষণ দেওয়া ট্রাইবুনালের এখতিয়ার নেই। এই জিনিসগুলো নিয়ে ইসলামপন্থী আইনজীবিদের উল্লেখযোগ্য কোনো লেখা অন্তত আমার চোখে পড়ে নাই।

যখন আওয়ামী বামপন্থী শাহবাগী নিঝুম মজুমদার আইনের ভাষায় বিভিন্ন অভিযোগ সত্য প্রমানের চেষ্টা করে , তখন আরেকজন আইনজীবী ছাড়া তার সত্য মিথ্যা যাচাই করা , সাধারণ ছাত্র বা ব্লগারের পক্ষে যাচাই করা কঠিন হয়ে পড়ে।

লন্ডনে ইসলামপন্থী আইনজীবিদের একটি বিশাল গ্রুপ আছে।একটি ল(আইন ) ইউনিট ও আছে। কিন্তু ফেসবুকে তারা সব সময় একটিভ থাকলে ও এই সব অভিযোগ , বা ট্রাইবুনালের অসঙ্গতি নিয়ে লেখালেখি একদমই করে না। হয়তো অনেকেই বলবেন , রায় যা দেবার তা তো দিয়েই দিবে তাহলে লিখে কি হবে। আরে ভাই আপনার আজকের লেখা আগামী দিনের হিস্টোরি। যদি নিঝুম মজুমদার,অমি পিয়ালরা গত ১০ বছর ধরে একই বিষয় নিয়ে লিখতে পারে, তাদের ঐকান্তিক প্রচেষ্টায় যুদ্বাপরাধ ট্রাইবুনাল আজকের এই পর্যায়ে আসতে পারে, তাহলে আপনাদের লিখতে সমস্যা কোথায় ?

আপনারা লিখলে অন্তত অনেক মানুষ তো এই বিষয়গুলো নিয়ে জানতে পারবে। কিভাবে এই ট্রাইবুনাল চলছে ? কি রকম ভুয়া অভিযোগে নেতাদের অভিযুক্ত করছে । কিন্তু আসলেই ইসলামপন্থী আইনজীবিদের এই লেগে থাকার সময় কই ? সত্য কি এত সহজেই প্রতিষ্ঠিত হবে ??

বিষয়: বিবিধ

২২৯৯ বার পঠিত, ২৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

279376
২৯ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৬:১৫
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : মিথ্যাকে হাজার কথা দিয়ে প্রতিষ্ঠিত করতে হয়। সত্য নিজেই প্রতিষ্ঠিত হয়। যতই যুক্তিপূর্ন লিখা হোক তারা কি সে গুলি ছাপাবে?
২৯ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৬:২০
223132
চেয়ারম্যান লিখেছেন : ভাই তাদের পত্রিকায় ছাপানোর তো দরকার নাই। এখন অনেকগুলো ব্লগ আছে। অনলাইন পত্রিকা আছে। আপনি তো ব্লগে নিয়মিত আছেন। ট্রাইবুনাল নিয়ে কয়টি ব্লগ এই ব্লগে লিখেছে আইনের ছাত্র বা আইনজীবীরা ?
279386
২৯ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৬:৩২
মু নূরনবী লিখেছেন : সবাই ধান্ধা নিয়ে ব্যস্ত...

রে ভাই!
২৯ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৬:৩৩
223134
চেয়ারম্যান লিখেছেন : হুম।
আন্নের বিয়ার কি খবর ?Love Struck
২৯ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৬:৩৮
223137
মু নূরনবী লিখেছেন : আমনেগো প্রতিবেশী রেলমন্ত্রী কইছে, বেশী বয়সে বিয়ে করায় নাকি উদ্দীপনা বেড়েছে...

কথা সত্যি হলে এট্রু লেট করার খায়েস জন্মিছেTongue
279392
২৯ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৬:৪১
মামুন লিখেছেন : লিখাটি পড়লাম। ভালো লেগেছে। ভালো লাগা রেখে গেলাম। ধন্যবাদ। Thumbs Up Thumbs Up Thumbs Up
৩০ অক্টোবর ২০১৪ সকাল ০৬:৪৪
223257
চেয়ারম্যান লিখেছেন : আপনাকে ও ধন্যবাদ
279401
২৯ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৭:০৫
খান জুলহাস লিখেছেন : ভাই শুরু করুন
৩০ অক্টোবর ২০১৪ সকাল ০৬:৪৪
223258
চেয়ারম্যান লিখেছেন : আমি তো আছি। আর আমি ল স্টুডেন্ট না
279404
২৯ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৭:২৭
অনেক পথ বাকি লিখেছেন : লিখবো তো কিন্তু আমাদের প্লাটফর্ম কোথায়? জানানোর মাধ্যম কোথায়?
৩০ অক্টোবর ২০১৪ সকাল ০৬:৪৫
223259
চেয়ারম্যান লিখেছেন : এখন অনলাইন ম্যাগাজিন , ব্লগ , পত্রিকার অভাব নাই। অন্তত নিজস্ব ব্লগস্পটে লেখা যায়
279431
২৯ অক্টোবর ২০১৪ রাত ০৯:২৭
দুষ্টু পোলা লিখেছেন : অনেক পথ বাকি লিখেছেন : লিখবো তো কিন্তু আমাদের প্লাটফর্ম কোথায়? জানানোর মাধ্যম কোথায়?
৩০ অক্টোবর ২০১৪ সকাল ০৬:৪৫
223260
চেয়ারম্যান লিখেছেন : চেয়ারম্যান লিখেছেন : এখন অনলাইন ম্যাগাজিন , ব্লগ , পত্রিকার অভাব নাই। অন্তত নিজস্ব ব্লগস্পটে লেখা যায়
279435
২৯ অক্টোবর ২০১৪ রাত ০৯:৩৪
আব্দুল মান্নান মুন্সী লিখেছেন : কথা ঠিক ইসলামপন্থী আইনজীবিদের লেখালেখি নজরে পরেনা...তবে ভাই টকসোতে যেভাবে একতরফা জামায়াতকে গালমন্দ করা হয় তা দেখে সাধারন মানুষরাও অশ্লিল গালমন্দ করে বালপন্থীদের কিন্তু ওরা নির্লজ্য একতরফাই তাদের ফেসিস্ট আদর্শ...তবে ইসলাম পন্থীদের উচিত যুক্তি খন্ডন করা... ভালো লাগলো অনেক ধন্যবাদ
৩০ অক্টোবর ২০১৪ সকাল ০৬:৪৬
223261
চেয়ারম্যান লিখেছেন : টিভিতে যাওয়ার সুযোগ না থাকলে অনলাইনে ফ্লাটফর্ম এর অভাব নাই। আর বাকশালীরা টিভিতে নিবে না। ওরা এমনিতেই ভয় পায়।
প্রচুর লিখতে হবে ভাই
279514
৩০ অক্টোবর ২০১৪ সকাল ০৫:০৮
কাহাফ লিখেছেন :

আপনার লেখা টা পড়ে অনেক ভাল লাগলো। আসলেই এ বিষয় ট নিয়ে ভাবা উচিত তাদের।
৩০ অক্টোবর ২০১৪ সকাল ০৬:৪৭
223262
চেয়ারম্যান লিখেছেন : ভাবার এখন সময় কম। একশ্যনের দরকার
279578
৩০ অক্টোবর ২০১৪ সকাল ১১:১৯
প্রেসিডেন্ট লিখেছেন : ইসলামপন্থীরা নানা হয়রানি ও দৌড়ের উপ্রে আছে। লেখালেখির সময় কোথায়? যদিও এটি উপযুক্ত অযুহাত নয়। এ নিয়ে ভাবা উচিত।
৩১ অক্টোবর ২০১৪ রাত ১১:৫৬
223749
চেয়ারম্যান লিখেছেন : বা বিদেশে কমপক্ষে ২০০ ব্যারিস্টার আছে। যারা অনলাইনে একটিভ। কিন্তু কাজের বেলায় কিছু নয়
০১ নভেম্বর ২০১৪ সকাল ০৯:৩৯
223807
প্রেসিডেন্ট লিখেছেন : লেখার যোগ্যতাটা ভিন্ন জিনিস। প্রথমত লেখার প্রতি আগ্রহ ও ভালবাসা থাকতে হবে। কমিটমেন্ট থাকতে হবে। আমি অনেক পিএইচডি ধারীকে দেখেছি যাদের লেখনী শক্তি খুবই দুর্বল।
১০
279605
৩০ অক্টোবর ২০১৪ দুপুর ১২:২৭
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : দেয়ালে এখনো পিঠ ঠেকেনি তাই এই অবস্থা। ঠেকলে ঠিকই পথ খুঁজে নিবে।
৩১ অক্টোবর ২০১৪ রাত ১১:৫৭
223750
চেয়ারম্যান লিখেছেন : পিঠ যেন না থেকে এই ব্যবস্থা তো নিতে হবে
১১
279998
৩১ অক্টোবর ২০১৪ দুপুর ০৩:৪০
লজিকাল ভাইছা লিখেছেন : অনেক ভাল লাগলো আপনার কথা গুলো । আসলে অনেক যক্তিক কথা । আশাকরি সংশ্লিষ্ট ভাইদের নজরে পড়বে লেখাটি । অনেক ধন্যবাদ আপনাকে।
৩১ অক্টোবর ২০১৪ রাত ১১:৫৭
223751
চেয়ারম্যান লিখেছেন : আমাদের সব হলো আবেগ। আবেগ শেষ সব শেষ Crying
১২
291624
০৬ ডিসেম্বর ২০১৪ রাত ০৪:২০
আলোকিত পথ লিখেছেন : যারা নেতাদের মামলার অসঙ্গতি ও নানা তথ্য জানতে আগ্রহী তারা চোখ রাখুন। আপডেট হচ্ছে ব্লগগুলোতেঃ
১। অধ্যাপক গোলাম আযমঃ http://www.bdmonitor.net/blog/blogdetail/detail/8351/enlighten/55617
২। মাওলানা মতিউর রহমান নিজামীঃ http://www.bdmonitor.net/blog/blogdetail/detail/8351/enlighten/56011
৩। আল্লামা সাঈদী: http://www.bdmonitor.net/blog/blogdetail/detail/8351/enlighten/56940
৪। আলী আহসান মোঃ মুজাহিদঃ http://www.bdmonitor.net/blog/blogdetail/detail/8351/enlighten/55102
৫। মোঃ কামারুজ্জামানঃ http://www.bdmonitor.net/blog/blogdetail/detail/8351/enlighten/56223
৬। এটিএম আজহারুল ইসলামঃ http://www.bdmonitor.net/blog/blogdetail/detail/8351/enlighten/5371
৭। মীর কাসেম আলীঃ http://www.bdmonitor.net/blog/blogdetail/detail/8351/enlighten/56087
৮। শহীদ আব্দুল কাদের মোল্লাঃ http://www.bdmonitor.net/blog/blogdetail/detail/8351/enlighten/58426

Facebook Page: https://www.facebook.com/FreeJamaatLeadersBD,

https://www.facebook.com/FreeSayeedi

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File