ডক্টর পিয়াস করিমের জানাজার দৃশ্য..এক্সক্লুসিভ ছবি ও ভিডিও ব্লগ :(
লিখেছেন লিখেছেন চেয়ারম্যান ১৭ অক্টোবর, ২০১৪, ০৫:০৭:৪৫ বিকাল
ডক্টর পিয়াস করিমের মৃত্যুর পর একদল মানুষরুপী পশুদের শহীদ মিনারে নিয়ে যাওয়ার বিরোধিতা পরিপ্রেক্ষিতে,আজ ঢাকার বায়তুল মোকারম মসজিদের দক্ষিন গেইটে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। আজ শুক্রবার জুমার নামাজের পর পুলিশ ২০ মিনিটের মধ্যে ডক্টর পিয়াস করিমের লাশের জানাজা পড়ানো এবং জনগনের শ্রদ্বা প্রকাশের জন্য অনুমতি দেয়। আর জানাজার নামাজে অংশগ্রহণ ও শ্রদ্বা প্রকাশের জন্য, পিয়াস করিমের হাজারো শুভাকাংখ আত্মীয় স্বজন , ও সর্বস্তরের মানুষ অংশগ্রহন করে।
সেই অংশগ্রহনের ছবি দেখাবো এখন আপনাদের -----
সর্বশেষ মহান আল্লাহর কাছে প্রার্থনা , তার জীবনের সমস্ত ভুল ত্রুটি ক্ষমা করে আল্লাহ যেন উনাকে জান্নাতুল ফেরদাউস দান করেন ।
এই পোস্টটির ছবি গুলো বড় করে দেখতে হলে এখানে ক্লিক করে দেখুন
ভিডিওতে দেখুন : পিয়াস করিমের জানাজায় মানুষের ঢল
বিষয়: বিবিধ
৫১৫৫ বার পঠিত, ৯৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
জাযাকাল্লাহু খাইরান ফর শেয়ারিং।
সর্বশেষ মহান আল্লাহর কাছে প্রার্থনা , তার জীবনের সমস্ত ভুল ত্রুটি ক্ষমা করে আল্লাহ যেন উনাকে জান্নাতুল ফেরদাউস দান করন
আমাদের মুসলিম ভাই বোনরা মৃত মানুষদের ফুল দেয়া থেকে কবে বিরত হবেন? কস্ট লাগে দেখলে!
আমিন। সবার জন্য একই দোয়া।
আল্লাহ সবাইকে ফুল দেওয়ার কালচার নিয়ে বুঝার তৌফিক দিক
ড: পিয়াস করিমের ব্যাপারেও আশ্চর্য হচ্ছি এটা ভেবে যে , সারাজীবন কম্যুনিজমের সাথে কাটালেও মৃত্যুর পর আল্লাহ কিভাবে তাকে শহীদ মিনার থেকে ফিরিয়ে একটি মসজিদে শেষবারের মত একটু স্থান করে দিলেন ! আল্লাহর ক্ষমা ও ফয়সালার ব্যাপারে কেই বা কি বলতে পারে !
আর শহীদ মিনারে নিলে যে কথিত সম্মান পেতেন , তার চেয়ে হাজার গুন সম্মান পেয়েছেন তিনি
ধন্যবাদ আপু।
একটা কাফের।
অবশ্যই আপনি অনেক ভালো
আল্লাহ তাকে জান্নাত নসিব করুন।
শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে
রাইয়ান আপুর সাথে সম্পূর্ণ সহমত।
আল্লাহ উনাকে ক্ষমা করে , জান্বাতুল ফেরদাউসে দাখিল করুক
শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।
আর পিয়াস করিমকে ক্ষমা করে আল্লাহ তার স্নেহের ছায়ায় স্থান দিক
মারিয়া
পরীবানু
মরুর মুসাফির
পরীবানু ,সততার আলো
অশ্বথমা
অপ্রতিরোধ্য স্বাধীন সমালোচক
পরমা ,নীলমণীলতা
বিলকিস লায়লা
দস্তার
রুপবান
মুক্তিযুদ্ধ ৭১
দ্রাবীড় বাঙাল
লেয়লা ইসলাম
বিলকিস
বাংলা ৭১
ভিক্টোরিয়া
হেলেনা
পল্লব প্রভাতে
খালেদ
রুশো তামজিদ
বারাংগনা
মধুবালা
সখি
ফয়সাল১
মাঝি-মাল্লা, ,
লায়লার
লায়লা০০৭
রাতুল দাস
চকো চকো
সায়েদ-রিয়াদ
বিভ্রান্ত নাবিক
ফাজিল
অপ্রতিরোধ্য স্বাধীন সমালোচক
মুক্তিযুদ্ধ ৭২
দ্রাবীড় বাঙাল
পিচ্চি পোলা
কাওসাইন হক
চাষা
jahed_ullah
নীরু
সাদা মন
সাদা মন
চোথাবাজ
আমি বিপ্লবী
সততার আলো সকাল সন্ধ্যা
এই নেরিকুত্র এত নিক ।
http://www.amadershomoys.com/newsite/2014/10/18/126540.htm#.VEK8OfldVzJ
যারা সত্যভাষী তারা মানুষের কাছে প্রায়ই মর্যাদা পায়না, কিন্তু আল্লাহর কাছে প্রিয়ভাজন হওয়াই আমাদের জীবনের লক্ষ্য হওয়া উচিত।
যে কেউ একজন দাড়িয়ে যাবে
আর নষ্ট রাম বাম নাস্তিক কীটরা প্রমাণ করেছে তারা কত জঘন্য নীচ ও হীন মানসিকতার।
মডু কাগুদের ও ধইন্যা....
পিয়াস করিমরা ছিল ভন্ড আরাফাতদের জম...
যারা উনাকে শহীদমিনারে নেওয়ার চিন্তা করেছিল, আমার মতে তারা ভূল করেছিল, কিন্তু আল্লাহতায়ালা উনাকে হেফাজত করেছেন।
(সুন্দর একটি পোস্ট আমাদের উপহার দেওয়ার জন্য চেয়াম্যান সাহেবকে অনেক অনেক ধন্যবাদ)
আল্লাহ উত্তম ফয়সালাকারী
সবার মন্তব্য পড়ার লোভে স্টিকিপোস্টে শেষের দিকে আসি
শহীদমিনার ও মসজিদের মিণার-
এ দুয়ের পার্থক্যরেখা টেনে ওরা জাতির খুব বড় একটা উপকার করলো
আপনাকে অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ
হ্যা কার পবিত্র স্থান কোনটা , তা জাতির কাছে পরিস্কার
√তোমরা আজ বাধা দিয়েছে পিয়াস করিমের লাশ শহীদ মিনারে নিতে- যখন তোমাদের মধ্য থেকে একজন মৃত হবে তখন হয়তোবা পিয়াস করিমের লোকেরা তোমাদের সেই লাশের জানাজা পড়াতেও বাধা দিতে পারে।
®স্রোত সবসময় একদিক থেকে বহে না-
®রাত যদি না থাকতো দিন এতো সুন্দর হতোনা-
®দুঃখ আছে বলেই সুখের এত কদর-
√তোমরা অত্যাচার করেছো বলেই তারা মুখিয়ে আছে শোধ নিবার জন্য।
মন্তব্য করতে লগইন করুন