ড. পিয়াস করিমের লাশ,শহীদ মিনার আর বায়তুল মোকারম মসজিদ
লিখেছেন লিখেছেন রাজিবুল হাসান ১৭ অক্টোবর, ২০১৪, ০৪:৫০:৩২ বিকাল
ড. পিয়াস করিমের লাশ,শহীদ মিনার আর বায়তুল মোকারম মসজিদ//
শহীদ মিনার 'ওদের' আর বায়তুল মোকাররম ‘এদের’ বলে কি ভাগ করে দিয়েছে ২১টি প্রগতিশীল সংগঠন?//
------------------------
পিয়াস করিমের লাশ যাতে শহীদ মিনারে না আসতে পারে সেজন্য অবস্থান কর্মসূচি ঘোষণা করেছে টিএসসিভিত্তিক সাংস্কৃতিক সংগঠন স্লোগান একাত্তর সহ আরো অনেকগুলো সংগঠন।
প্রাণের ’৭১ নামে অনলাইন এক্টিভিস্টদের আরেক সংগঠনও বুধবার সকাল থেকে শহীদ মিনারে অবস্থান নেওয়ার ঘোষণা দিয়েছে।
শহীদ মিনারে মরদেহ নেওয়া ঠেকাতে ফেইসবুকে একটি ‘ইভেন্ট’ খোলা হয়েছে, যার নাম দেওয়া হয়েছে, ‘পবিত্র শহীদ মিনারে পিয়াস করিমের লাশ নিয়ে অপবিত্র করা মানি না, মানব না।’
ইভেন্ট পেইজের কভারে লেখা রয়েছে, ‘পিয়াস করিমের লাশের ভার বইবে না বাংলাদেশ, পবিত্র শহীদ মিনার অবমাননা রুখে দাঁড়াও বাংলাদেশ।’
তাই অধ্যাপক ড. পিয়াস করিমের দ্বিতীয় জানাজা বাদ জুমা জাতীয় মসজিদ বায়তুল মোকারমে সম্পন্ন হয়।
ড. পিয়াস করিমের লাশ শহীদ মিনারে নিলে নাকি শহীদ মিনার অপবিত্র হতো, তাহলে বায়তুল মোকারমে নিলে বায়তুল মোকারম অপবিত্র হলো না কেন?
কী বিচার তাদের?
বায়তুল মোকাররম পাকিস্তানীদের (বাওয়ানী) টাকায় প্রতিষ্ঠিত বলে?
নাকি শহীদ মিনার 'ওদের' আর বায়তুল মোকাররম ‘এদের’ বলে ভাগ করে দিয়েছে ২১টি প্রগতিশীল সংগঠন!
বিষয়: বিবিধ
১৫৪২ বার পঠিত, ১৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
এখানেই তাওহীদ ও তাওহীদের পবিত্রতা এবং পৌত্তলিকতা ও অপবিত্র পৌত্তলিকতার পার্থক্য স্পষ্ট হয়েছে। হিন্দুগণ প্রভাবিত পৌত্তলিক মুসলিমরা এসব বোঝা দরকার। শহীদ মিনারের ঐ এলাকাটি জনগণের সম্পদ। কিন্তু ওখানে নির্মিত মূর্তিকে উদ্দেশ্য করা শিরক, ফুল দেয়া শিরক। এই স্থাপনাটি দুর্গার প্রতিকৃতি। বাপ্পাদিত্যরা এটা ভাল করে জানে।
শহিদ মিনারের নামটাও পাল্টাই মৃত্যবেদি রাখতে পারে। শহিদ মিনারের সপ্নদ্রষ্টা রা চেয়েছিলেন আকাশচুম্বি মিনার হবে। সেখানে এখন হয়েছে আবুল মনসুর আহমদ এর ভাষায় চাতাল!
অন্য একটা মুর্তির কাছে নিলে লাভ কি?
ড. পিয়াস করিম সারা জীবন বামপন্থী আন্দোলনের সাথে জড়িত ছিল।
পড়লাম, দোয়া করি, জাযাকাল্লাহ..
ভাগাভাগিটা ভালই হয়েছে-
কিন্তু বায়তুল মোকাররমওয়ালারা নিজেদেরটার জন্য পারেনা-
নাস্তিকদের জানাজাও এখানে হতে দেয়-
এটাই বড় পার্থক্য!
হবে যে এরাও রুখে দাঁড়াতে্ শিখবে!!
মন্তব্য করতে লগইন করুন