কে বলে নাস্তিক? জাগো মুক্তি, জাগো বাঙালি।
লিখেছেন লিখেছেন হুরপরী ০৫ এপ্রিল, ২০১৩, ০২:৪৯:৫৫ রাত
শত্রুর মুখ আজ স্পষ্ট, ঘোর কেটে গেছে আজ। জাগো মুক্তি, জাগো বাঙালি। জীবনে এই প্রথম কোনো হরতালকে আমি পুরোপুরি সমর্থন জানাচ্ছি। আগামীকাল শুক্রবার সন্ধ্যা ছয়টা থেকে পরদিন শনিবার বিকেল চারটা পর্যন্ত সারা দেশে সড়ক, রেল ও নৌপথ বন্ধ করে দিন।
এনাফ ইজ এনাফ..... এবার প্রতিরোধ করা ছাড়া গতি নাই। অনেক সহ্য করা হয়েছে। ধর্মান্ধ জামাত-রাজাকার-হেফাজত যেন ইসলামের লাইসেন্স নিয়ে বসেছেন .... তাদের বিরুদ্ধে গেলেই নাকি মানুষ নাস্তিক হয়ে যাবে, মানুষকে জোড় করে তারা নাস্তিক বানানোর জন্য উঠে পড়ে লেগেছে .......। মুক্তিযুদ্ধের ফসল স্বাধীন বাংলাদেশ কে তারা আফগানিস্তান বানাতে চায়, মানুষের মুক্তচিন্তা, বাক স্বাধীনতা কেড়ে নিয়ে মধ্যযূগীয় ব্লাসফেমি আইনের গজদ্দল পাথর চাপিয়ে দিতে চায়। তাদের আসল উদ্দেশ্য মানুষের আর বোঝার বাকী নাই। যুদ্ধাপরাধীদের বাঁচানোর জন্য তাদের এই অপচেষ্টা অবশ্যই রুখতে হবে...... জাগো বাঙালি, জয়বাংলা।
বিষয়: বিবিধ
১১০২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন