মুক্তমনা প্রগতিশীল ব্লগারদের মুক্তি চাই।
লিখেছেন লিখেছেন হুরপরী ০৪ এপ্রিল, ২০১৩, ১১:৫৭:৪৮ সকাল
৭১ এর চেতনায় বিশ্বাসী মুক্তমনা প্রগতিশীল ব্লগার আসিফ মহিউদ্দিন সহ গ্রেপ্তারকৃত সব ব্লগারের মুক্তি চাই। একই সাথে সরকারের দ্বিমুখি নীতি ও ধর্মান্ধ হেফাজতের সাথে গোপন আতাতের নিন্দা জানাই। জাতি হিসেবে বাঙালি জাতি এবং বাংলাদেশকে অগ্রগতির পথে চলমান রাখতে মান্ধাতা আমলের কুসংস্কারাচ্ছন্ন, প্রতিক্রিয়াশীল, পশ্চাদপদশীল ধর্মীয় ও সাংস্কৃতিক ধারনাসহ যাবতীয় বিষয়ের যুক্তিনির্ভর আলোচনা-সমালোচনার কোন বিকপ্ল নেই।
জাতিসংঘের ইউনিভার্সাল ডিক্লারেশন অব হিউম্যান রাইটস’-এর ১৯-এ অনুচ্ছেদে বিবৃত আছে- "সকলেরই নিজ-নিজ মতামত ধারন ও তা প্রকাশের অধিকার রয়েছে; যার অন্তর্ভূক্ত ব্যাঘাতহীনভাবে মতামত ধারন করা এবং যে কোন বার্তা-মাধ্যমের মধ্য দিয়ে তথ্য ও মতামত চাওয়া, গ্রহণ করা ও ছড়িয়ে দেওয়া; এবং তা যে কোন রাষ্ট্রীয় সীমানা-রেখার মাঝেই হোক"
বিষয়: বিবিধ
১১২৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন