তাহলে কি আমরা ধরে নেব ,আপনিও হারাম খইলেন?

লিখেছেন লিখেছেন কিছু কথা ০৪ এপ্রিল, ২০১৩, ১২:০০:০৫ দুপুর

চট্টগ্রামের বিশিষ্ট সুন্নি আলেম ও ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ-এর মহাসচিব জয়নাল আবেদীন জুবাইর বলেন, 'ইসলামের পরিভাষায় লংমার্চ ও হরতাল বলে আন্দোলনের কোনো শব্দ নেই। তাই লংমার্চকে ইসলাম সমর্থন করে না। লংমার্চ ও হরতাল কর্মসূচি সম্পূর্ণ শরিয়তবিরোধী কর্মসূচি। তাই লংমার্চ কর্মসূচি বিদাত ও হারাম।

আমি বলতে চাই হুজুর আপনি খাবার হিসেবে য়ে ভাত খান, যে গাড়ি তে আপনি চলেন , যে মইক দিয়ে আপনি কথা বললেন তা কোন ধর্ম মতে । তাহলে কি আমরা ধরে নেব ,আপনিও হারাম খাইলেন , হারাম চললেন ,হারাম বললেন ?

বিষয়: বিবিধ

১০৪৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File