হেফাজতের হেফাজত নামা।
লিখেছেন লিখেছেন হুরপরী ০৪ এপ্রিল, ২০১৩, ০৪:১৮:৪২ রাত
হেফাজতে ইসলামের ১৩ দফা দাবি নামার অন্যতম একটি দাবি ; (ব্যক্তি ও বাক-স্বাধীনতার নামে সকল বেহায়াপনা, অনাচার, ব্যভিচার, প্রকাশ্যে নারী-পুরুষের অবাধ বিচরণ, মোমবাতি প্রজ্বলনসহ সকল বিজাতীয় সংস্কৃতির অনুপ্রবেশ বন্ধ করতে হবে)
তাহলে "প্রকাশ্যে নারী-পুরুষের অবাধ বিচরণ" বন্ধ। বেগম খালেদা জিয়া এখন থেকে সাইদী, গোলাম আজম , মির্জা ফকরুল এদের সাথে মিটিং-ফিটিং করতে পারবেন না। এমন কি, আমাকেও স্বামীর সাথে সপিং করার সময় বিয়ের কাবিন নামা সাথে রাখতে হবে।
হেফাজতে ইসলামের ১৩ দফা দাবি নামার আরো একটি ; (পার্বত্য চট্টগ্রামসহ দেশব্যাপী ইসলাম বিরোধী কর্মকাণ্ডে জড়িত এনজিও এবং খ্রিস্টান মিশনারীদের ধর্মান্তকরণসহ সকল অপ-তৎপরতা বন্ধ করতে হবে)
তাহলে এখন থেকে "ধর্মান্তকরণ" বন্ধ। কিন্তু তবলিগীদের অপ-তৎপরতা কি হবে, ওরাওতো অন্য ধর্মের লোকদের নিজ ধর্মের দিকে টানছে। অন্যদিকে, সাইদী বাইচান্স ছাড়া পেয়ে গেলে সেও তো হিন্দুদের "ধর্মান্তকরণ" অপ-তৎপরতা শুরু করে দিবে।
সুতরাং এখনো সময় আছে, মুক্তিযুদ্ধের পক্ষের সরকার কে বলছি দুই নৌকায় পা না দিয়ে এ মুহুত্বে এসব ধন্ধাবাজ ধর্মব্যাবসায়ীদের রুখে দিন।
বিষয়: বিবিধ
১১৬২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন