ও পারের ডাক

লিখেছেন লিখেছেন শেখের পোলা ০৪ এপ্রিল, ২০১৩, ০৪:৪৪:২১ রাত



আল্লাহর পথে হয়েছে বাহির

তাদের আবার মরার ভয়!

মরিয়াই তারা করিবে প্রমান,

বেহেশ্ত তারা করেছে ক্রয়৷

ওপারে রয়েছে বন্ধু ওদের,

মরণে যারা করেছে জয়,

মৃত তুমি বলোনা তাদের,

কোরানে যাদের শহীদ কয়৷

জালিমের পিঠ দেয়ালে ঠেকিছে,

পথ নাই আর পালাবার৷

ওঠ জাগ ভাই সময় হয়েছে,

সত্যের আলো জ্বালাবার৷

দিকে দিকে ঐ উঠছে নারা,

বাহির হয়েছে ওপাশে কারা৷

মোরা কেন পিছে পড়ে রই,

সকলে চলনা শামিল হই৷

ইমানের দাবী জেহাদ কর,

শহীদ হবে যদি জেহাদে মর৷

জীবন তোমায় দিলেন যিনি,

ফিরিয়ে আবার নেবেন তিনি৷

তার পথে তারে কর ব্যয়,

হয়ে রবে তা চির অব্যয়৷

বিষয়: বিবিধ

১১৪৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File