হুজুর কি ভুলে গেছেন?

লিখেছেন লিখেছেন পান্থ নজরুল ২৩ মার্চ, ২০১৩, ০৮:২৩:২৪ রাত



শাহবাগী হুজুর! আজকের শাপলা চত্তরের মহা (?) সমাবেশে আপনি নাকি বলেছেন, যারা ইসলামী ব্যাংকে একাউন্ট করেছেন তারা শয়তানকে সাহায্য করেছেন (নাউজুবিল্লাহ) তারা জাহান্নামে পুড়ে মরবেন (আসতাগফিরুল্লাহ)। আপনার একখান একাউন্ট ছিল ইসলামী ব্যাংক হাজী ক্যাম্প শাখায় তা তো বেশী দিন আগের কথা না। এতো জলদি ভুলে গেলেন? শুনি আপনি কোন জাহান্নামে পুড়বেন? নাকি তৌবা করে সুদী ব্যাংকে একাউন্ট খুলে দরবেশ বনেছেন? যতদ্দুর জানি আপনি একজন মেধাবী আলেম। আপনার মনে রাখার ক্ষমতাও প্রখর। তো কী উদ্দেশ্যে ইসলামী ব্যাংকে যে আপনার একাউন্ট ছিল তা বেমালুম ভুলে গেলেন? মাল-পানি তাই না? ভণ্ডামী ছাড়েন।

বিষয়: বিবিধ

১৩৯৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File