হঠাৎ ভ্রমন

লিখেছেন লিখেছেন রাকিব মোহাম্মদ ইসলাম ১৬ আগস্ট, ২০১৩, ০৩:০৭:৪১ দুপুর

আজকে একটা নিদ্রাহীন রাত কাটাচ্ছি, কি কারনে জানিনা ঘুমটা কোনো ভাবেই চোখে ধরা দিচ্ছেনা কিন্তু দিনটা খুব ভালো কেটেছে। সকালে ঘুম ভাঙ্গলো ছো্টোবেলার এক বন্ধুর ফোনে বল্লো গুলিস্তান আয়, আধাঘন্টার ভিতর আসচ্ছি বলে বিছানায় শুয়েই থাকলাম ২০ মিনিট তারপর পেপার পড়াশুরু করলাম ঠিক ৩০ মিনিট পর ফোন, বললাম এইতো আসচ্ছি পেপার পড়া বাদদিলাম উঠে wash room য়ে গেলাম আবার ফোন, এইতো দোস্ত আসচ্ছি ১৫ মিনিট, কিন্তু আমি জানি ১৫ মিনিটে কিছুতে ই আমি যেতে পারবনা যাই হোক এই ১৫ মিনিটে আমার ১ ঘন্টা লেগেছে অপ্রয়জনিয় কিছু মিথ্যা কথা বলেছি যেটার কোনো দরকার ছিলোনা, বন্ধু বল্লো চল আহসান মঞিল যাই ভাবলাম আমারও যাওয়া হয়নি কখোনো যাই, খুব ভালো লেগেছে পুরোটা দেখে অসাধারন বিলাসি জীবন ছিলো নবাবদের, সবথেকে ভালোলেগেছে painting গুলি (তবে সম্ভবত অনেক painting ই ৭১ পরর্বতি) অসাধারন সব painting মুগ্ধ হয়ে শুধু দেখেছি কিন্তু যেটা খারাপ লেগেছে painting গুলির সংরক্ষন পব্ধতি দেখে এই অসাধারন নিদর্শনা সংরক্ষনে সরকারের আরও যত্নবান হওয়া উচিত।

বিষয়: বিবিধ

১১৬১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File