স্বপ্ন রং
লিখেছেন লিখেছেন রাকিব মোহাম্মদ ইসলাম ০৬ আগস্ট, ২০১৫, ০৮:২৩:১৭ রাত
স্বপ্নের আকাশটা কতো রঙ্গিন হয়
বাস্তবতা ফিকে
ভাবছি আমি আকাশ ছোঁব
বাস্তবে হয় কিযে?
কেউ কি আমায় নাটাই দেবে
আকাশটাকে ছোঁব
কিছুটা রং আমি নেব
বাকিটা সব বিলিয়ে দেব
না হয় আমি নি:স্ব হব, হারিয়ে যাবো দূরে
সবাই ভালো থাকলে আমি হাসবো অগোচরে
বিষয়: বিবিধ
১১৩৪ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন