বেড়াজাল
লিখেছেন লিখেছেন রাকিব মোহাম্মদ ইসলাম ২৯ আগস্ট, ২০১৩, ১০:৩২:৫৭ সকাল
১৪-১৫ বছর আগের কথা, তখন হয়ত আমি এইট কি নাইনে পড়ি, ইস্কুলে সাময়িকি বের হওয়ার কথা ছিল সেই উপলক্ষে কিছু কবিতা লিখেছিলাম তবে জমা দেওয়া হয়নি যেকনো কারনে কিন্তু ডায়রিটা রেখে দিয়েছি আজো, সেখান থেকে আজ একটা কবিতা আমি প্রকাশ করlলাম আনকাট
সুখের স্বপ্নে মোরা মগ্ন থাকি,
বাস্তব দেখে পরে চমকে উঠি।
হায়! কোন জ্বালাতন বাস্তবতা,
জীবন চলার পথে শুধু জড়তা।
মা-বাবার মুখপানে যখনি তাকাই,
মনে বড় আশা জাগে ঐ কোলেতে লুকাই।
দিন ভর সারাক্ষন কর্মের ফাকে,
মনে হয় মা যেন খোকা বলে ডাকে।
তবু দিন কেটে যায় বিষন্নতায়,
হৃদয়ের মাঝ যেন চিড়ে চিড়ে যায়।
ধরনীর বুকটাকে আকড়ে ধরে,
বেঁচে আছি তবু আমি জীবন মোরে।
বিদ্রোহী হতে গেলে ঝড়ে পড়ে যায়,
শিয়াল-কুকুর শেষে ছিড়ে কেড়ে খায়।
তবু আমি বাড়াবো বিদ্রোহী হাত,
ফেলে দেব খুনিদের বিষক্ত দাত।
ছিড়ে নেব দেহ হতে কলজে তাদের,
যারা দেয় অস্র ছাত্র মোদের।
নতুন সমাজ মোরা গড়ব যখন,
দুর্নীতি থাকবেনা দেশের তখন,
রাজনীতিবিধদের করব গুলি
দেশটা হয়ে যাবে স্বপ্নপুরী।
বিষয়: বিবিধ
১২৭৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন