আঘাতে আঘাতে ইসলাম
লিখেছেন লিখেছেন মাহমুদুন নবী ১৬ আগস্ট, ২০১৩, ০৩:৪২:৩২ দুপুর
আমি ’৭১ দেখিনি
আমি দেখিনি সেই ভয়াবহ গনহত্যা
আমি শুধু অনুভব করেছি কি ভয়াবহই না ছিল সেই দিনগুলি
আর আজ!!!
আজ আমি দেখছি মিশরের গনহত্যা
আমার বিবেক আজ স্তম্ভিত
আমার কন্ঠ আজ বাকরুদ্ধ
আমি হাহাকার করতেও পারছিনা
আমার দেশের শাসকগোষ্ঠীও যে আজ একই খেলায় মত্ত
তারাও যে চালালো গনহত্যা
’২৮ তারিখের কথা কার না মনে নেই
শত মানুষের প্রান গেল নির্বিচারে
কে এই হত্যার দায়ভার নেবে
ইসলাম আজ বন্দুকের গুলির আঘাতে জর্জরিত
আজ তুমি ছাড়াতো আর কেউ নেই সহায়
হে প্রভু, আমাদেরকে আজ সাহায্য কর
হয় শহীদ কর, নয়তো এই জালিমদের হাত থেকে মুক্তি দাও।
বিষয়: বিবিধ
৮৯০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন