একটি শিরোনাম........

লিখেছেন লিখেছেন ইমরান আল আহসান ০৬ সেপ্টেম্বর, ২০১৩, ০৪:৪০:৪৫ রাত

ব্যক্তি মানুষই নিজেকে একটি সুনির্দিষ্ট পরিচয়ে আবদ্ধ করতে চাই। প্রত্যেকেই চাই তাকে মানুষ চিনুক। তার জন্য জীবনের অধিকাংশ সময়ই ব্যায় করে ফেলে, নিজেদের নামের সামনে জুড়ে দেয় ড., ইঞ্জিনিয়ার, হাজী, প্রফেসর ইত্যাদি ইত্যাদি সব মূল্যবান উপাধী।

কিন্তু এসব উপাধী আমাদের জন্য আসল উপাধী/শিরোনাম হতে পারে না। আমাদের একমাত্র শিরোনাম আমরা আল্লাহর আব্‌দ বা বান্দাহ। আল্লাহর আদেশ নিষেধ পালন করার জন্যই আমরা এখানে এসছি। অথচ আমরা পরকালকে ভুলে দুনিয়ার এইসব উপাধি, সম্মানের দিকে ঝুকে যাচ্ছি, ভুলে যাচ্ছি আমার আত্মপরিচয়, ক্রমে ধাবিত হচ্ছি আল্লাহর গজবের দিকে।

আল্লাহ রব্বুল আলামীন আমাদের কে শুধুমাত্র তার দাস হয়ে, তার কথা অনুযায়ী চলার তৌফিক দান করুন। আমাদের একমাত্র শিরোনাম হউক আব্‌দ । এই আশা এবং দোয়া করি।

বিষয়: সাহিত্য

১১৫৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File