রাজনৈতিক ইসলামের সামাজিক দায়বদ্ধতা

লিখেছেন লিখেছেন সামছুল করিম ০৬ সেপ্টেম্বর, ২০১৩, ০৫:৫২:৪৫ সকাল

সমসাময়িক কালে রাজনৈতিক ইসলামের ভবিষ্যত নিয়ে অনেকের মাঝেই বেশ শংকা বিরাজ করছে। কেউ একে এর থেকে হিসাব মিলানোর চেষ্টা করছেন, রাসুল(সঃ) যুগের সাথে মিলিয়ে এবং শান্তনা খুজেন। আবার অনেকেই নিরাশায় ডুবে যান ভবিষ্যতের শংকায়।

কিন্তু ইতিহাস বলে ইসলামের মুল প্রথিত এর সামাজিক গ্রহনযোগ্যতায়। তাই যেখানে রাজনৈতিক ইসলাম সামাজিক ভাবে সমাজ কল্যান কাজে আত্ননিয়োগের মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছে, সেখানে এর উৎথান অসম্ভব।

এই হিসাবে মিশরে রাজনৈতিক ইসলামের উৎথান রোধ অসম্ভব। মিশরে বর্তমান সাময়িক বাঁধা ভবিষ্যত চ্যালেন্জ মোকাবিলার ট্রেনিং মাত্র। তবে বাংলাদেশে সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠায় রাজনৈতিক ইসলামের ভূমিকা এখনও প্রশ্নবিদ্ধ। এ ক্ষেত্রে বাংলাদেশের ইসলামী নেতৃবৃন্দের ভূমিকা সচ্ছতার সাথে তাদের অনুসারী বা বৃহত্তর জনগোষ্টির নিকট গ্রহনযোগ্য করতে দৃশ্যমান অনেক কিছুই করতে হবে। দিতে অনেক দূর পাড়ি।

বিষয়: রাজনীতি

১০৪০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File