মাদারবখশ হল, রাজশাহী বিশ্ববিদ্যালয় .

লিখেছেন লিখেছেন দুর দিগন্তে ১৭ মার্চ, ২০১৩, ১১:৪৮:০৭ রাত

মাদারবখশ হল,

রাজশাহী বিশ্ববিদ্যালয় .

কোথায় এবংকেমন আছো

জানতে ইচ্ছে করে

মাদার বখশের স্মৃতিগুলো

খুজি রিদয় পুরে । ।

স্টেশনের বট পরটা

ডাইনিঙ ডালের বাহার

দলবেধে সব হৈহুল্লোড়

উদর ভরা আহার । ।

বন্ধুরা সব সজন হয়ে

সুখের ভাগি হতো

দুখের তরে প্রেম বিলিয়ে

আপন করে নিতো । ।

ছোট বড় টুকরো স্মৃতি

কি যে মধুর ছিলো

সনদখানা ধরিয়ে দিয়ে

স্বপ্ন কেড়ে নিলো । ।

শিক্ষা শেষে পা বাড়িয়ে

সেবার মহান পেশায়

ইট পাথরের দানব আমি

বিভর টাকার নেশায় । ।

কাজের চাপে নেই ফুরসত

নেটে হলেও রোজ

কাছে কিবা দুরেই থাকো

একটু নিও খোজ । ।

০৬.০২.১৩

মোশাররাফ.

২২১,মাদার বখশ হল রা.বি.

বিষয়: বিবিধ

১০৩১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File